বিহারীলাল চক্রবর্তী
একাদশ শ্রেণী সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের আধুনিক যুগ বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- গীতিকবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা কর। ২+৩ উত্তর- গীতিকবিতা বলতে বোঝায় কাহিনী বর্জিত গীতিমূলক ছোট কবিতা। বঙ্কিমচন্দ্রের মতে, কবির ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন করা হলো গীতিকাব্যের উদ্দেশ্য। আবার রবীন্দ্রনাথ একটিমাত্র ভাবের সংগত প্রকাশের মাধ্যমে মধ্যে গীতিকাব্যের লক্ষণ দেখেছেন। কবিমনের একান্ত ভাবনা …