কিউনিফর্ম বা কীলকলিপি
একাদশ শ্রেণী বাংলা লিপির ইতিহাস বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- কিউনিফর্ম বা কীলকলিপির নামকরণ কে করেছিলেন? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+১+৩ উত্তর- লিপি বিশারদ টমাস হাইড কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ করেন। এই লিপির প্রাচীন নমুনাটি প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো এবং এটি পাওয়া গেছে উরুক …