তোমরা হাত বাড়াও
আমার বাংলা অধ্যায়- হাত বাড়াও প্রশ্ন- “তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো”- লেখক কাকে, কীভাবে কেন সাহায্য করতে বলেছেন? ১+২+২ (২০১৬) উত্তর- সুভাষ মুখোপাধ্যায়ের ‘আমার বাংলা’ গ্রন্থের ‘হাত বাড়াও’ অধ্যায়ে লেখক অদ্ভুত এক জন্তুর পরিচয় দিয়েছেন। ঈষৎ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। লেখক তখন রাজবাড়ির বাজারে বসে ছিলেন। স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে লেখক সেই অদ্ভুত জন্তুকে …