বাংলা সমাস
বাংলা সমাস বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমাস। এখানে গুরুত্বপূর্ণ একশ’টি বাংলা সমাসের উদাহরণ দেওয়া হল। সমাস শেখার জন্য বাংলা সমাসপৃষ্ঠা দ্রষ্টব্য। সঙ্গভ্রষ্ট- সঙ্গ হইতে ভ্রষ্ট (অপাদান তৎ) মহাশয়- মহৎ আশয় যাহার (বহুব্রীহি) অরিন্দম- অরিকে দমন করে যে (উপপদ তৎ) তেতলা- তে (তিন) তলার সমাহার (সমাহার দ্বিগু) ত্রিভুবন- তিন ভুবনের সমাহার (সমাহার দ্বিগু) প্রাণরক্ষা- প্রাণকে …