রামপ্রসাদ সেনের কবিত্ব
বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণী প্রশ্ন- অষ্টাদশ শতাব্দীর যুগবৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও৷ ২+৩ উত্তর- বাংলা তথা ভারতের ইতিহাসে অষ্টাদশ শতাব্দী হল পালাবদলের সময়কাল। একদিকে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য ক্রমশ ক্ষয় পেতে চলেছে, আরেক দিকে এগিয়ে আসছে দোর্দণ্ডপ্রতাপ ইংরেজশক্তি। ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং এই সুযোগে …