রবি ঠাকুরের চিত্রকলা চর্চা
![বাঙালির চিত্রকলা চর্চার ইতিহাস](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2018/10/Thumb-xii-chitro-kola.jpg?fit=200%2C200&ssl=1)
বাঙালির চিত্রকলা বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রচর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। উত্তর- শিল্প-সংস্কৃতির এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। সেই তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১) জীবনের শেষপর্বে চিত্রাঙ্কন-চর্চায় মননিবেশ করেছিলেন। তবে চিত্রকলার জগতকে তিনি শুধু স্পর্শই করেননি, বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তাঁর সমকালে রবীন্দ্রনাথ তেমন স্বীকৃতি পাননি ঠিকই কিন্তু বর্তমানে তাঁর …