নিখিলের চরিত্র বিশ্লেষণ
কে বাঁচায় কে বাঁচে মাণিক বন্দ্যোপাধ্যায় ৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচাই কে বাঁচে’ গল্পে নিখিলের চরিত্র বিশ্লেষণ কর। উত্তর- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পে নিখিল হল মৃত্যুঞ্জয়ের অফিসের সমপদস্থ একজন সহকর্মী। গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় হলেও চারিত্রিক উৎকর্ষতায় নিখিল সমুজ্জল। নিখিল চরিত্রের প্রধান দিক গুলি হল- বন্ধুবৎসল– নিখিল শুধুমাত্র মৃত্যুঞ্জয়ের সহকর্মী নয় একজন …