ভাত গল্পের নামকরণের সার্থকতা
মহাশ্বেতা দেবীর গল্প “ভাত” বড় প্রশ্ন (মান- ৫) ২) ভাত গল্পের নামকরণের সার্থকতা বিচার কর। উত্তর- মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পটি মানবিক আবেদনে সমৃদ্ধ একটি অন্যতম বাংলা ছোটগল্প। গল্পটির নামকরণে লেখিকা বিষয়বস্তুকেই প্রাধান্য দিয়েছেন। গল্পটির কাহিনিবৃত্তে রয়েছে উচ্ছব নাইয়া নামের একজন কৃষিমজুরের কাহিনি যে ভাতের অভাবে মানুষ থেকে প্রেত হয়ে গিয়েছিল আর পেটে ভাত পড়তেই আবার …