স্নায়ুভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা কর

ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা

দ্বাদশ শ্রেণি

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- স্নায়ুভাষাবিজ্ঞান বলতে কি বোঝ। ৫

উত্তর– ফলিত ভাষাবিজ্ঞানের একটি অন্যতম শাখা হল স্নায়ুভাষাবিজ্ঞান। ভাষাশিক্ষা এবং ভাষার ব্যাবহারে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাষার সঙ্গে মানবমস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা- এই দুটি হল স্নায়ুভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। মস্তিষ্কের বাম গোলার্ধ বলা, লেখা, পড়া, গণনা, বিশ্লেষণ এবং চিত্রণের কাজ করে থাকে। মস্তিষ্কের ডান  গোলার্ধ সামগ্রিক বিকাশ, অভাষা-প্রস্তুতি, রোমন্থন প্রভৃতি কাজ করে থাকে। কার্যগত দিক থেকে মস্তিষ্কের সমগ্র অংশ ভাষা ব্যবহারে ভূমিকা গ্রহণ করে।

মস্তিষ্কে আঘাত পেলে মানুষের ভাষা দক্ষতা অনেকখানি হ্রাস পায়। ক্ষতিগ্রস্ত মানুষের ভাষা ব্যবহারের সমস্যা এবং স্নায়বিক বিক্ষোভের চর্চায় স্নায়ুভাষাবিজ্ঞানে গবেষণা অনেক নতুন নতুন তথ্য আবিষ্কার করেছে। চিকিৎসা ক্ষেত্রেও এই বিষয়টির প্রয়োগ ক্রমশ বৃধি পাচ্ছে। Functional Magnetic Resonance Imaging (FMRI) যন্ত্রের ব্যবহারে মানুষের মস্তিষ্কের ব্যবহারিক চিত্র পওয়া যায়।

সাধারণ ভাবে বলতে গেলে স্নায়ুভাষাবিজ্ঞান হল বৌদ্ধিক স্নায়ুবিজ্ঞানের একটি শাখা যা মানবশরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করে। শুধুমাত্র ভাষা নিয়েই চর্চা না করে তার সঙ্গে ভাষার ব্যবস্থাগত চলন, ইন্দ্রিয়গ্রাহ্য এবং কোষীয় শাখার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। মস্তিস্কে ভাষার Encoding-Decoding নির্দিষ্ট নিয়ম মেনে হয়। সেই নিয়মে মানুষ ভাষা ব্যবহার করে এবং বুঝতে পারে। স্নায়ু ভাষা বিজ্ঞান এই দিকটির উপরও আলোকপাত করে।

error: Content is protected !!