শৈলীবিজ্ঞান সম্পর্কে আলোচনা কর।

ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা

দ্বাদশ শ্রেণি

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- শৈলীবিজ্ঞান বলতে কি বোঝ। ৫

উত্তর– শৈলী কথাটি এসেছে ইংরেজি STYLE শব্দটির প্রতিশব্দ হিসেবে । Style বা শৈলীর  অর্থ হল কোন রচনা বা রচনাকারের স্বকীয়তা। শৈলী বিজ্ঞান সম্পূর্ণভাবে প্রয়োগমূলক বিজ্ঞান। শৈলী বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে – Stylistics is the study and interpretation of texts in regard to their linguistic and tonal style অর্থাৎ কোনো লেখক বা সাহিত্যিকের পাঠ্যবস্তুর ভাষারীতি এবং বাচনভঙ্গি শৈলীবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু।

যেকোনো লেখার ভিত্তি হল ভাষারীতি। স্যামুয়েল ওয়েসলি ভাষারীতি কে বলেছেন ‘চিন্তার পোশাক’ (Dress of thought)। এর অর্থ একজন লেখক তার চিন্তাভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করে তাই হল ভাষারীতি।

শৈলী নির্ধারণের মাপকাঠি বিভিন্ন রকম হলেও শৈলীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যথা-

(১)মূল্যায়ন ভিত্তিক,

(২)বর্ণনা মূলক।

মূল্যায়ন ভিত্তিক শৈলী হল কোন লেখার শৈলী বা Style-র বৈশিষ্ট্যগুলির উপর আলোকপাত করা। আর বর্ণনামূলক শৈলী হল কোনো লেখকের লেখনশৈলীর বিবরণ দেওয়া। প্রথমটি থেকে রবীন্দ্রনাথের সঙ্গে শরৎচন্দ্রের লেখনশৈলীর পার্থক্য নিরূপণ করা যায়। আবার, রবীন্দ্রনাথের ‘গোরা’ এবং শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাস দুটির লেখনশৈলীর পার্থক্য নির্ণয় করা যাবে বর্ণনামুলক শৈলীর মাপকাঠিতে। ইদানিং কালে শৈলীবিজ্ঞান আলোচনার পরিধি ক্রমশ প্রসারিত হচ্ছে।

error: Content is protected !!