তারাটির সম্পর্কে কবি কী কী বলেছেন

শিকার

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- “একটি তারা এখনো আকাশে রয়েছে”- তারাটির সম্পর্কে কবি কী কী বলেছেন তা নিজের ভাষায় লেখো।

জীবনানন্দ দাশের শিকার
শিকার কবিতার প্রথম ভোর

উত্তর- ‘শিকার’ কবিতায় কবি জীবনানন্দ দাশ দুটি ভোরের দৃশ্যপট পাঠকের সামনে তুলে ধরেছেন। এই দুটি ভোরের মধ্যে প্রথম ভোরের বর্ণনায় একটি তারার উল্লেখ রয়েছে। “ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল” রঙের আকাশের বুকে স্বমহিমায় বিরাজমান তারাটিকে কবি দুটি উপমার সাহায্যে উপস্থাপিত করেছেন। সেগুলি হল-

প্রথমত, ভোরের আকাশের তারাটিকে একজন নববধূর সঙ্গে তুলনা করা হয়েছে। পাড়াগাঁয়ের কোনো এক বাসরঘরে গোধূলির স্বর্ণালি আভায় রঞ্জিত একাকী বধূটির মতো আকাশের তারাটি আপন দৃপ্তিতে উজ্জ্বল।

দ্বিতীয়ত, একটি মুক্তার সঙ্গেও কবি তারাটির যোগসূত্র স্থাপন করেছেন। সেই মুক্তার কথা বলতে গিয়ে কবি সুদূর অতীতে পদচারণা করেছেন। সুদূরবিলাসী কবি পৌঁছে গেছেন পিরামিডের দেশ মিশরে। হাজার হাজার বছর আগে সেই মিশরের এক মানুষী তার বুকের থেকে একটি মুক্তা নিয়ে কবির ‘নীল মদের গেলাসে’ রেখেছিল। সেই মুক্তার মতোই উজ্জ্বল নীল আকাশের বুকে জেগে থাকা নিঃসঙ্গ তারাটি।

error: Content is protected !!