সাঁতারে বাঙালিদের অবদান

বাঙালির ক্রীড়াসংস্কৃতি

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- সাঁতারে বাঙালির অবদান আলোচনা করো।

উত্তর- ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ শুরু হয় ১৯১৩ সালে। ওই বছরই কলকাতার কলেজ স্কোয়ারে প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতামূলক সাঁতারের ইতিহাসে যেক’জন বিশেষ অবদান রয়েছে তাঁরা হলেন-

মিহির সেন- প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন। আইন পাশ করে তিনি ১৯৫০ সালে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। ইংল্যান্ডে থাকাকালীন একটি দৈনিক পত্রিকায় একজন মার্কিন মহিলার ইংলিশ চ্যানেল অতিক্রম করার খবর পড়ে তিনি অনুপ্রাণিত হন। তাঁর নিজের দেশের জন্য এই সম্মান অর্জন করার বাসনায় তিনি সাঁতার শিখতে শুরু করেন। ১৯৫৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে তিনি ইংলিশ চ্যানেল পার করেন। দেশে ফিরলে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

সাঁতারে বাঙালিদের অবদান

আরতি সাহা- যেক’জন বাঙালি মেয়ে ক্রীড়াজগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন আরতি সাহা। ১৯৪৫ সাল থেকে তিনি প্রতিযোগিতামূলক সাঁতারে সাফল্য পেতে থাকেন। ১৯৫১ সাল পর্যন্ত মোট ২২ বার তিনি রাজ্য চ্যাম্পিয়ন হন। অবশেষে ১৯৫৯ সালে তিনি সাফল্যের সঙ্গে ইংলিশ চ্যানেল জয় করে ভারতের মুখ উজ্জ্বল করেন।

বাকি অংশ পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!