মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য||Madhyjuge Banglar Samaj O Sahitya 

একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তক থেকে সাহিত্যের ইতিহাস (প্রথম পর্যায়)-এর অন্তর্গত দ্বিতীয় অধ্যায় হল মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য। যেহেতু প্রথম সেমিস্টারে কেবলমাত্র বহু বিকল্পধর্মী বা এমসিকিউ প্রশ্ন, আসবে তাই আলোচ্য পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ গুলি তুলে ধরলাম।

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য
মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু বিকল্পধর্মী প্রশ্ন বা MCQ 

১। বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলা হয়
ক) ত্রয়োদশ ও চতুর্দশ শতক
খ) চতুর্দশ ও পঞ্চদশ শতক
গ) পঞ্চদশ ও ষোড়শ শতক
ঘ) ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতক

২। বাংলা সাহিত্যের মধ্যযুগে কটি উপবিভাগ রয়েছে
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) কোন উপবিভাগ নেই।

৩। নিচের কোনটি প্রাকচৈতন্য যুগের রচনা
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) শ্রীকৃষ্ণবিজয়
গ) কৃত্তিবাসী রামায়ণ
ঘ) উপরের সবকটি।

৪। বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের সময়কাল হল
ক) ১৭৬০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
খ) ১৭৭০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
গ) ১৭৮০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ) ১৭৯০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ

৫। হিন্দু কবিরা কাকে নৃপতিতিলক বলেছেন?
ক) ইলিয়াস শাহ
খ) দনুজমর্দনদেব
গ) হোসেন শাহ
ঘ) জালালউদ্দিন

৬। মধ্যযুগের বাংলা সাহিত্যকে স্পষ্টত …. , …. এবং …. এই তিনটি শাখায় ভাগ করা যায়। (শূন্যস্থান পূরণ কর)
ক) লোকসাহিত্য, অনুবাদকাব্য, মঙ্গলকাব্য
খ) পদাবলি, অনুবাদকাব্য, মঙ্গলকাব্য
গ) পদাবলি, অনুবাদকাব্য, মনসামঙ্গল
ঘ) পদাবলি, গীতিকাব্য, মঙ্গলকাব্য।

৭। ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন
ক) ১২০১ সালে
খ) ১২০৩ সালে
গ) ১২০৫ সালে
ঘ) ১২০৭ সালে।

৮। ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খিলজি যখন নবদ্বীপ জয় করেন তখন বাংলাদেশের শাসক কে ছিলেন?
ক) সামন্ত সেন
খ) বল্লাল সেন
গ) লক্ষণ হোসেন
ঘ) গোপাল।

৯। কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ সিংহাসনে বসেন?
ক) ১৩০৫ সালে
খ) ১৪০৫ সালে
গ) ১৩৯৩ সালে
ঘ) ১৪৯৩ সালে।

১০। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রায় সকল রচনাই
ক) ধর্মনিরপেক্ষ
খ) ধর্মাশ্রিত
গ) ধর্মহীন
ঘ) ধর্মবিরোধী।

১১। নিচের কোন গ্রন্থটি বড়ু চন্ডীদাসের রচনা
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) শ্রীকৃষ্ণবিজয়
গ) রামায়ণ
ঘ) মনসাপুরাণ।

১২। …. খ্রিস্টাব্দে …. শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন। (শূন্যস্থান পূরণ কর)
ক) ১৯০৭, হরপ্রসাদ শাস্ত্রী
খ) ১৯০৭, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
গ) ১৯০৯, বসন্তরঞ্জন রায়
ঘ) ১৯১১, সুকুমার সেন।

১৩। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থাকারে প্রকাশিত হয়?
ক) ১৯১১ খ্রিষ্টাব্দে
খ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
গ) ১৯১৪ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯১৬ খ্রিষ্টাব্দে।

১৪। শ্রীকৃষ্ণকীর্তনের পুথির ভিতরে একটি চিরকুটে কোন নামের উল্লেখ ছিল?
ক) শ্রীকৃষ্ণবিজয়
খ) কৃষ্ণকীর্তন
গ) শ্রীকৃষ্ণসন্দর্ভ
ঘ) কৃষ্ণলীলা।

১৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কটি খন্ড রয়েছে?
ক) ১১টি
খ) ১৩টি
গ) ১৫টি
ঘ) ১৭টি।

১৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম চারটি খন্ড ক্রমানুসারে সাজাও।
ক) জন্মখন্ড, তাম্বুলখন্ড, দানখন্ড, নৌকাখন্ড
খ) জন্মখন্ড, বংশীখন্ড, দানখন্ড, নৌকাখন্ড
গ) জন্মখন্ড, ভারখন্ড, দানখন্ড, নৌকাখন্ড
ঘ) নৌকাখন্ড, তাম্বুলখন্ড, দানখন্ড, নৌকাখন্ড।

১৭। কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হল
ক) কৃষ্ণ, বলরাম, রাধা
খ) কৃষ্ণ, কংস, রাধা
গ) কৃষ্ণ, রাধা, বড়াই
ঘ) কৃষ্ণ, রাধা, যশোদা।

১৮। পন্ডিতদের মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয় আনুমানিক
ক) ত্রয়োদশ শতকের শেষ দিকে বা চতুর্দশ শতকের প্রথম ভাগে
খ) চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চদশ শতকের প্রথম ভাগে
গ) পঞ্চদশ শতকের শেষ দিকে বা ষোড়শ শতকের প্রথম ভাগে
ঘ) ষোড়শ শতকের শেষ দিকে বা সপ্তদশ শতকের প্রথম ভাগে।

১৯। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।

(I) এটি প্রাকচৈতন্য যুগের রচনা
(II) এই কাব্যে পয়ার ও ত্রিপদী ছন্দের বৈচিত্র‍্যপূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যায়
(III) কাব্যটি উক্তি-প্রত্যুক্তি মূলক
(IV) এই কাব্যের কবি সংস্কৃতে অভিজ্ঞ ছিলেন।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

২০। শ্রীকৃষ্ণকীর্তন নামটি কার দেওয়া?
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
গ) বসন্তরঞ্জন রায়
ঘ) সুকুমার সেন।

২১। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক
ক) মাধব কন্দলি
খ) কৃত্তিবাস ওঝা
গ) শংকরদেব
ঘ) জগতরাম রায়।

২২। কৃত্তিবাস ওঝার রচিত রামায়ণের নাম কী?
ক) রামচরিত
খ) শ্রীরাম পাঁচালি
গ) রামকথা
ঘ) বাংলা রামায়ণ।

২৩। কৃত্তিবাসী রামায়ণ কবে প্রথম মুদ্রিত হয়েছিল?
ক) ১৮০২-০৩ খ্রিস্টাব্দে
খ) ১৮০৫-০৬ খ্রিস্টাব্দে
গ) ১৮০১৫-১৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৯০২-০৩ খ্রিস্টাব্দে।

২৪। কৃত্তিবাস ওঝা সম্পর্কে কোন তথ্যগুলি সত্য?
(I) তিনি প্রাকচৈতন্য যুগের কবি
(II) নদীয়া জেলার ফুলিয়ায় তার জন্ম হয়।
(III) কবি সংস্কৃত রামায়ণের আক্ষরিক অনুবাদ করেন
(IV) তার কাব্যে সাধারণ বাঙালি জীবনের প্রতিফলন ঘটেনি।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

২৫। স্তম্ভ মেলাও।
(I) মাধব কন্দলি (A) অদ্ভুতাচার্যের রামায়ণ
(II) নিত্যানন্দ আচার্য (B) শ্রীরাম পাঁচালি
(III) চন্দ্রাবতী (C) রামায়ণ
(IV) উৎসবানন্দ (D) সীতার বনবাস।

বিকল্প সমূহ:

ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

২৬। বাংলায় প্রথম মহাভারত অনুবাদ করেন
ক) কাশীরাম দাস
খ) শ্রীকর নন্দী
গ) পরমেশ্বর দাস
ঘ) নিত্যানন্দ ঘোষ।

২৭। কবি পরমেশ্বর দাসের উপাধি কী ছিল?
ক) কবিরাজ
খ) কবিকঙ্কন
গ) মহাকবি
ঘ) কবীন্দ্র।

২৮। পরমেশ্বর দাসের কাব্যের নাম কী?
ক) পাণ্ডববিজয় পাঞ্চালিকা
খ) মহাভারতের কথা
গ) অশ্বমেধ পর্ব
ঘ) আদিপর্ব।

২৯। কবীন্দ্র পরমেশ্বরের কাব্য আর কী নামে পরিচিত?
ক) পরমেশ্বরী মহাভারত
খ) পরাগলী মহাভারত
গ) ভারত কথা
ঘ) ভারতবিজয় কথা।

৩০। বাংলা শাসনকর্তা …. এর সেনাপতি পরাগল খানের আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন। (শূন্যস্থান পূরণ কর)
ক) কংস নারায়ণ
খ) দনুজমর্দন দেব
গ) হুসেন শাহ
ঘ) জালালউদ্দিন।

৩১। পরাগলী মহাভারত ক’টি পর্বে রচিত?
ক) সাতটি
খ) এগারোটি
গ) চোদ্দটি
ঘ) আঠারোটি।

৩২। কার পৃষ্ঠপোষকতায় কবি শ্রীকর নন্দী অশ্বমেধ কথা রচনা করেন?
ক) নসরৎ খান বা ছোটে খান
খ) পরাগল খান
গ) হুসেন শাহ
ঘ) জালালউদ্দিন।

৩৩। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক
ক) কবীন্দ্র পরমেশ্বর
খ) স্রীকর নন্দী
গ) কাশীরাম দাস
ঘ) কবি অনিরুদ্ধ।

৩৪। কাশীরাম দাসের মহাভারতের প্রকৃত নাম কী?
ক) ভারত কথা
খ) ভারত পাঁচালি
গ) মহাভারত
ঘ) কৃষ্ণপুরাণ।

৩৫। কাশীরাম দাস রচিত মহাভারতের কোন কোন পর্ব তাঁর নিজের রচনা?
ক) আদিপর্ব
খ) বনপর্ব
গ) বিরাটপর্ব
ঘ) আদি, সভা, বন ও বিরাট পর্বের কিছু অংশ।

৩৬। কাশীরাম দাসের নামে রচিত আর কোন কোন কাব্যের পরিচয় পাওয়া যায়?
ক) সত্যনারায়ণের পুঁথি
খ) স্বপ্নপর্ব
গ) জলপর্ব
ঘ) উপরের সবকটি।

৩৭। রচনার সন-তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি?
ক) রামায়ণ
খ) কাশীদাসী মহাভারত
গ) শ্রীকৃষ্ণবিজয়
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন।

৩৮। শ্রীকৃষ্ণবিজয় কার লেখা?
ক) যশোরাজ খান
খ) মালাধর বসু
গ) ঘনশ্যাম দাস
ঘ) ভক্তরাম দাস

৩৯। গুনরাজ খান কার উপাধি?
ক) কৃত্তিবাস ওঝা
খ) মালাধর বসু
গ) গোবিন্দদাস
ঘ) ভক্তরাম দাস

৪০। শ্রীকৃষ্ণবিজয় গ্রন্থের কাহিনি কোন সংস্কৃত গ্রন্থ থেকে গৃহীত?
ক) রামায়ণ
খ) মহাভারত
গ) ভাগবত
ঘ) বিষ্ণুপুরাণ।

৪১। নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) বাংলায় ভাগবতচর্চা শুরু হয় চৈতন্য-পরবর্তী কালে
(II) ভাগবতের দশম ও একাদশ স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণবিজয় রচিত
(III) মালাধর বসু পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন
(IV) রুকনুদ্দিন বারবক শাহ মালাধর বসুকে গুনরাজ খান উপাধি দিয়েছিলেন।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

৪২। নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) মঙ্গলকাব্যগুলির মধ্যে প্রাচীন হল মনসামঙ্গল
(II) মনসামঙ্গলের আদি কবি হরিদত্ত
(III) চন্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত
(IV) ধর্মমঙ্গলের আদি কবি ময়ূরভট্ট।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

৪৩। নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) ময়ূরভট্টের কাব্যের নাম ছিল হাকন্দ পুরাণ
(II) ধর্মমঙ্গল মূলত রাঢ় অঞ্চলের কাব্য
(III) ধর্ম হলো আদিবাসীদের বায়ুদেবতা
(IV) ধর্মঠাকুরের পূজায় পৌরহিত করেন ব্রাহ্মণেরা।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

৪৪। নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ
(II) বাংলাদেশে তুর্কি আক্রমণ
(III) পলাশীর যুদ্ধ
(IV) ভারতচন্দ্রের মৃত্যু

ক) (I) (II) (III) (IV)
খ) (II) (I) (III) (IV)
গ) (III) (II) (I) (IV)
ঘ) (II) (IV) (I) (III)

৪৫। নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) শ্রীকৃষ্ণকীর্তন রচনা
(II) শ্রীচৈতন্যদেবের জন্ম
(II) চৈতন্যজীবনী কাব্য রচনা
(IV) রামপ্রসাদ সেনের জন্ম

ক) (I) (II) (III) (IV)
খ) (II) (I) (III) (IV)
গ) (III) (II) (I) (IV)
ঘ) (II) (IV) (I) (III)

৪৬। বিবৃতি-কারণ মূলক প্রশ্ন: বিবৃতি (A):
কারণ (R):

ক) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
খ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
গ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
ঘ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।

৪৭। প্রাকচৈতন্য যুগের মনসামঙ্গলের কবি ছিলেন
ক) বিজয় গুপ্ত
খ) নারায়ণ দেব
গ) বিপ্রদাস পিপিলাই
ঘ) উপরের সকলেই।

৪৮। মনসামঙ্গল কাব্য আর কী কী নামে পরিচিত?
ক) পদ্মপুরাণ
খ) মনসার ভাসান
গ) মনসার জাগরন
ঘ) উপরের সবকটি।

৪৯। চাঁদসদাগর, বেহুলা, লখিন্দর প্রমুখ কোন কাব্যের চরিত্র?
ক) মনসামঙ্গল
খ) চন্ডীমঙ্গল
গ) কৃষ্ণমঙ্গল
ঘ) ধর্মমঙ্গল।

৫০। ইছাই ঘোষ কোন মঙ্গল কাব্যের চরিত্র?
ক) শীতলামঙ্গল
খ) চন্ডীমঙ্গল
গ) শিবমঙ্গল
ঘ) ধর্মমঙ্গল।

৫১। চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি
ক) মানিক দত্ত
খ) দ্বিজমাধব
গ) মুকুন্দ চক্রবর্তী
ঘ) মুক্তারাম সেন।

৫২। মুকুন্দ চক্রবর্তীর উপাধি কী ছিল?
ক) কবিকঙ্কণ
খ) কবিরাজ
গ) কবিশ্রেষ্ঠ
ঘ) কবিবর।

৫৩। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কী?
ক) অভয়ামঙ্গল
খ) চন্ডিকামঙ্গল
গ) অম্বিকামঙ্গল
ঘ) উপরের সবকটি।

৫৪। দ্বিজমাধবের কাব্যের নাম কী?
ক) সারদা চরিত
খ) চন্ডিকামঙ্গল
গ) অম্বিকামঙ্গল
ঘ) সারদামঙ্গল।

৫৫। …. এবং ….. হল চন্ডীমঙ্গলের দুটি খন্ড?
ক) কালকেতু ও ফুল্লরা
খ) কালকেতু ও ধনপতি
গ) আখেটিক ও বণিক
ঘ) চন্ডী এবং অভয়া।

৫৬। মহারাজ …. ভারতচন্দ্রকে …. উপাধি প্রদান করেন। (শূন্যস্থান পূরণ কর)
ক) রামচন্দ্র, রায়গুণাকর
খ) কৃষ্ণচন্দ্র, রায়গুণাকর
গ) কৃষ্ণচন্দ্র, রাজকবি
ঘ) হুসেন শাহ, গুণরাজ খান।

৫৭। অন্নদামঙ্গল কাব্যের তিনটি খন্ড হল
ক) অন্নদা মঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ
খ) চন্ডিকা মঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ
গ) অন্নপূর্ণা মঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ
ঘ) অন্নপূর্ণা মঙ্গল, কালিমঙ্গল, মানসিংহ।

৫৮। কোন সংস্কৃত খন্ডকাব্য অনুকরণে বিদ্যাসুন্দর কাব্য রচিত হয়েছিল?
ক) রামচরিত মানস
খ) চৌর-পঞ্চাশিকা
গ) রামচরিত
ঘ) রঘুবংশম।

৫৯। ভারতচন্দ্র রায়গুণাকর ছাড়াও যে কবি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন
ক) রাধাকান্ত মিশ্র
খ) রামপ্রসাদ সেন
গ) কবীন্দ্র চক্রবর্তী
ঘ) উপরের সকলেই।

৬০। স্তম্ভ মেলাও 

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) কবি গঙ্গারাম (A) মহারাষ্ট্র পুরাণ
(II) ভারতচন্দ্র রায় (B) অন্নদামঙ্গল
(III) মুকুন্দ চক্রবর্তী (C) কবিকঙ্কণ চন্ডী
(IV) রামপ্রসাদ সেন (D) বিদ্যাসুন্দর কাব্য।

বিকল্প সমূহ:
ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

৬১। কয়েকটি অপ্রধান মঙ্গলকাব্যের উদাহরণ হল
ক) শিব মঙ্গল, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল
খ) রায়মঙ্গল, সূর্যমঙ্গল, গঙ্গা মঙ্গল
গ) পঞ্চানন মঙ্গল, লক্ষীমঙ্গল, বরদামঙ্গল
ঘ) উপরের সবকটি।

৬২। শিবের মহিমা প্রচারের জন্য স্বতন্ত্ররূপে শিবমঙ্গল কাব্যের রচনা শুরু হয়
ক) পঞ্চদশ শতকে
খ) ষোড়শ শতকে
গ) সপ্তদশ শতকে
ঘ) অষ্টাদশ শতকে।

৬৩। শিব-মঙ্গল কাব্য ধরার প্রথম কবি কে?
ক) রামকৃষ্ণ রায়
খ) শংকর কবিচন্দ্র
গ) রামকৃষ্ণ দাস
ঘ) রামেশ্বর ভট্টাচার্য।

৬৪। শিবমঙ্গল কাব্য ধরার শ্রেষ্ঠ কবি কে?
ক) রামকৃষ্ণ রায়
খ) শংকর কবিচন্দ্র
গ) রামকৃষ্ণ দাস
ঘ) রামেশ্বর ভট্টাচার্য।

৬৫। শিবমঙ্গল কাব্যধারার একটি উপধারা হল
ক) পার্বতী মঙ্গল
খ) নটরাজ মঙ্গল
গ) মহাদেব মঙ্গল
ঘ) মৃগলুব্ধ।

৬৬। প্রাকৃত-অপভ্রংশ ভাষায় রচিত কোন গ্রন্থে রাধাকৃষ্ণা লীলাবিষয়ক পদ রয়েছে?
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) গাথাসপ্তশতী
ঘ) উপরের কোনটিও নয়।

৬৭। বাংলা সাহিত্যের ইতিহাসে চন্ডীদাস সম্পর্কে বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) পদাবলীর চন্ডীদাস প্রাকচৈতন্য যুগের কবি
(II) বাংলা সাহিত্যের ইতিহাসে চন্ডীদাস নামে অনেক কবির পদ পাওয়া গেছে
(III) চন্ডীদাসের শ্রেষ্ঠত্ব আক্ষেপানুরাগের পদ রচনায়
(IV) চন্ডীদাস মূলত বিরহেরই কবি।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

৬৮। কোন বৈষ্ণব পদকর্তা মৈথিল কোকিল নামে খ্যাত?
ক) চন্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) বলরামদাস
ঘ) গোবিন্দদাস।

৬৯। বৈষ্ণব পদ রচনার পাশাপাশি বিদ্যাপতি আর কোন কোন গ্রন্থ লিখেছিলেন?
ক) পুরুষ পরীক্ষা
খ) গঙ্গাবাক্যাবলী
গ) দুর্গাভক্তিতরঙ্গিনী
ঘ) উপরের সবকটি।

৭০। বিদ্যাপতি সম্পর্কে নিম্নোক্ত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) বিদ্যাপতি বাঙালি ছিলেন
(II) তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন
(III) কুলধর্ম অনুযায়ী বিদ্যাপতি বৈষ্ণব ছিলেন
(IV) তাকে অভিনব জয়দেব বলা হয়।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

৭১। বিদ্যাপতির পদাবলি বাংলা অনুবাদ করে ‘ছোটো বিদ্যাপতি’ উপাধি পেয়েছেন
ক) কবিরঞ্জন
খ) রায়শেখর
গ) জ্ঞানদাস
ঘ) লোচনদাস।

৭২। কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়?
ক) গোবিন্দদাস
খ) রায়শেখর
গ) জ্ঞানদাস
ঘ) লোচনদাস।

৭৩। ব্রজবুলি ভাষা সম্পর্কে নিম্নোক্ত বিবৃতিগুলির সত্যমিথ্যা নিরূপণ করো।
(I) ব্রজবুলি আর ব্রজভাষা এক
(II) ব্রজবুলি ভাষার প্রথম লিখিত নমুনা পাওয়া যায় পারিজাতহরণ গীতিনাট্যে
(III) ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি চন্ডীদাস
(IV) রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছেন।

ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা

৭৪। চৈতন্যপরবর্তী যুগের কোন বৈষ্ণব কবিকে চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয়?
ক) গোবিন্দদাস
খ) রায়শেখর
গ) জ্ঞানদাস
ঘ) লোচনদাস।

৭৫। ‘সংগীতমাধব’ নাটক এবং ‘কর্ণামৃত’ কাব্যটি রচনা করেন
ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) জ্ঞানদাস
ঘ) গোবিন্দদাস।

৭৬। নিত্যানন্দ শিষ্য, উপাধি কবিপতি, অন্যান্য পরিচয়, সংগীতকারক, সংগীতপ্রবীন – ডায়াগ্রাম অনুযায়ী প্রশ্ন চিহ্নিত অংশে কার নাম বসবে?
ক) বলরাম দাস
খ) বিদ্যাপতি
গ) জ্ঞানদাস
ঘ) গোবিন্দদাস।

৭৭। চৈতন্যদেবের জীবনীকাল হল
ক) ১৪৮৩ খ্রিস্টাব্দ থেকে ১৫৩০ খ্রিস্টাব্দ
খ) ১৪৯৩ খ্রিস্টাব্দ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
গ) ১৪৮৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৩০ খ্রিস্টাব্দ
ঘ) ১৪৮৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ।

৭৮। স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) চৈতন্যভাগবত (A) কৃষ্ণদাস কবিরাজ
(II) চৈতন্যচরিতামৃত (B) বৃন্দাবন দাস
(III) চৈতন্যমঙ্গল (C) লোচনদাস
(IV) গৌরাঙ্গবিজয় (D) চূড়ামণিদাস।

বিকল্প সমূহ:
ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

৭৯। কাকে চৈতন্যলীলার ব্যাস বলা হয়?
ক) বৃন্দাবন দাস
খ) কৃষ্ণদাস কবিরাজ
গ) গোবিন্দদাস
ঘ) লোচনদাস।

৮০। চূড়ামনিদাসের গৌরাঙ্গবিজয় গ্রন্থটির অপর নাম
ক) চৈতন্যমঙ্গল
খ) ভুবনমঙ্গল
গ) চৈতন্যবিজয়
ঘ) চৈতন্যচরিত।

৮১। আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন
ক) দৌলত কাজী
খ) সৈয়দ আলাওল
গ) সাবিরিদ খান
ঘ) উপরের সকলেই।

৮২। বাংলা শাক্তসংগীতের পথিকৃৎ
ক) রামপ্রসাদ সেন
খ) কমলাকান্ত ভট্টাচার্য
গ) নজরুল ইসলাম
ঘ) বামাচরণ চট্টোপাধ্যায়।

৮৩। রামপ্রসাদ সেনের উপাধি ছিল
ক) কবিবল্লভ
খ) কবিরঞ্জন
গ) কবিরাজ
ঘ) সাধককবি।

৮৪। রামপ্রসাদ সেনের রচনা হল
ক) রামপ্রসাদী সংগীত
খ) বিদ্যাসুন্দর কাব্য
গ) কালীকীর্তন পুস্তিকা
ঘ) উপরে সবকটি।

৮৫। ‘আমি কি হেরিলাম নিশি স্বপনে’ গানটির রচয়িতা
ক) রামপ্রসাদ সেন
খ) কমলাকান্ত ভট্টাচার্য
গ) নজরুল ইসলাম
ঘ) বামাচরণ চট্টোপাধ্যায়।

৮৬। বাউল শব্দের উৎপত্তি সম্ভবত বাতুল শব্দ থেকে যার অর্থ হল
ক) উন্মাদ বা বায়ুগ্রস্ত
খ) নির্মোহ
গ) তান্ত্রিক
ঘ) গায়ক।

৮৭। বাউল সাধকেরা মনের মানুষকে আর কোন নামে অভিহিত করে?
ক) সাঁই
খ) অচিন পাখি
গ) গরজী
ঘ) উপরের সবকটি।

৮৮। আধুনিককালে প্রথম বাউলগীতি সংগ্রহ করেন
ক) নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) দীনেশচন্দ্র সেন।

৮৯। ….. একতারা বাজিয়ে বাউল গানের প্রচলন করেন (শূন্যস্থান পূরণ কর)
ক) ভদ্রলোচন গোঁসাই
খ) জগমোহন
গ) লালন ফকির
ঘ) গুরু আউলচাঁদ।

৯০। মুসলিম লোকসমাজে বাউলের অনুরূপ পন্থা হলো মুর্শিদি বা মারিফতি। মারিফত শব্দের অর্থ হল
ক) পন্থা
খ) সাধনা
গ) সঙ্গীত
ঘ) উন্মাদ।

৯১। নাথধর্ম হল …. সঙ্গে ….. মিশ্রণ। (শূন্যস্থান পূরণ কর)
ক) জৈন ধর্মের, বৈষ্ণব ধর্মের
খ) বৌদ্ধ ধর্মের, শৈব ধর্মের
গ) বৌদ্ধ ধর্মের, বৈষ্ণব ধর্মেরে
ঘ) জৈন ধর্মের, শৈব ধর্মের।

৯২। গোরক্ষনাথের কাহিনী রয়েছে
ক) পূর্ববঙ্গ গীতিকায়
খ) ধর্মমঙ্গল কাব্যে
গ) চন্ডীমঙ্গল কাব্যে
ঘ) নাথ সাহিত্যে।

৯৩। গোরক্ষবিজয়ের কবিদের তালিকায় রয়েছেন
ক) ভীমসেন রায়
খ) শেখ ফয়জুল্লা
গ) শ্যামদাস সেন
ঘ) উপরের সকলেই।

৯৪। ময়নামতীর গান বা গোপীচন্দ্রের গান-এর উল্লেখযোগ্য কবি হলেন
ক) দুর্লভ মল্লিক
খ) ভবানী দাস
গ) সুকুর মামুদ
ঘ) উপরের সকলেই।

৯৫। চন্দ্রকুমার দে কর্তিক ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়
ক) বঙ্গদর্শন পত্রিকায়
খ) ভারতী পত্রিকায়
গ) সাধনা পত্রিকায়
ঘ) সৌরভ পত্রিকায়।

৯৬। ময়মনসিংহ গীতিকা গ্রন্থ আকারে সম্পাদনা করে প্রকাশ করেন
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) চন্দ্রকুমার দে
গ) সুকুমার সেন
ঘ) দীনেশচন্দ্র সেন।

৯৭। ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা হল
ক) দস্যু কেনারাম
খ) মহুয়া
গ) মলুয়া
ঘ) উপরের সবকটি।

৯৮। ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য কবি
ক) চন্দ্রাবতী
খ) মনসুর বয়াতি
গ) দ্বিজ কানাই
ঘ) নয়নচাঁদ ঘোষ।

৯৯। নিম্নোক্ত ব্যক্তিবর্গকে তাদের কালানুসারে (প্রবীণ থেকে নবীন) সাজাও।
ক) চৈতন্যদেব>বিদ্যাপতি>জয়দেব>বলরামদাস
খ) জয়দেব>বিদ্যাপতি>চৈতন্যদেব>বলরামদাস
গ) বিদ্যাপতি>চৈতন্যদেব>বলরামদাস>জয়দেব
ঘ) বিদ্যাপতি>জয়দেব>বলরামদাস>চৈতন্যদেব।

১০০। স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
(I) আরাকান রাজসভা (A) পূর্ববঙ্গ গীতিকা
(II) শ্যামা সংগীত (B) বাউল গান
(III) এরফান শাহ (C) দৌলত কাজী
(IV) দ্বিজ ঈশান (D) কমলকান্ত ভট্টাচার্য।

বিকল্প সমূহ:
ক) (I)-(A), (II)-(B), (III)-(C), (IV)-(D)
খ) (I)-(C), (II)-(D), (III)-(B), (IV)-(A)
গ) (I)-(D), (II)-(B), (III)-(C), (IV)-(A)
ঘ) (I)-(B), (II)-(A), (III)-(C), (IV)-(D)

error: Content is protected !!