প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য||Prachin Banglar Samaj O Sahitya
একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তক থেকে সাহিত্যের ইতিহাস (প্রথম পর্যায়)-এর অন্তর্গত প্রথম অধ্যায় হল প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। যেহেতু প্রথম সেমিস্টারে কেবলমাত্র বহু বিকল্পধর্মী বা এমসিকিউ প্রশ্ন, আসবে তাই আলোচ্য পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ গুলি তুলে ধরলাম।
প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু বিকল্পধর্মী প্রশ্ন বা MCQ
১। বাংলা সাহিত্যের আদিযুগের সাহিত্যিক নিদর্শন হলো
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) শ্রীকৃষ্ণবিজয়
গ) চৈতন্যচরিতামৃত
ঘ) চর্যাপদ।
২। চর্যাপদ হলো …. এর প্রাচীনতম দৃষ্টান্ত। (শূন্যস্থান পূরণ কর)
ক) নব্য ভারতীয় আর্যভাষা
খ) মধ্য ভারতীয় আর্যভাষা
গ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
ঘ) উপরের কোনটিও নয়।
৩। …. খ্রিস্টাব্দে …. চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। (শূন্যস্থান পূরণ কর)
ক) ১৯০৫, হরপ্রসাদ শাস্ত্রী
খ) ১৯০৭, দীনেশচন্দ্র সেন
গ) ১৯০৫, মহম্মদ শহীদুল্লাহ
ঘ) ১৯০৭, হরপ্রসাদ শাস্ত্রী।
৪। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল
ক) নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে
খ) ত্রিপুরার রাজদরবারের গ্রন্থাগার থেকে
গ) তিব্বতের রাজদরবারের গ্রন্থাগার থেকে
ঘ) আসামের রাজদরবারের গ্রন্থাগার থেকে।
৫। চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) প্রবোধচন্দ্র বাগচী
গ) সুকুমার সেন
ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৬। চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশ করেছিল
ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ
খ) বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
গ) কলাভবন
ঘ) ভারতীয় সাহিত্য পরিষদ।
৭। হরপ্রসাদ শাস্ত্রী যে পুথি পেয়েছিলেন তাতে মোট কতগুলি পদ ছিল?
ক) পঁয়তাল্লিশটি
খ) একান্নটি
গ) পঞ্চাশটি
ঘ) সাড়ে ছেচল্লিশটি।
৮। চর্যাপদের তিব্বতি অনুবাদে কটি পদ ছিল?
ক) বাহান্নটি
খ) একান্নটি
গ) পঞ্চাশটি
ঘ) চল্লিশটি।
৯। চর্যাপদ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?
ক) ১৯০৭ সালে
খ) ১৯১০ সালে
গ) ১৯১৫ সালে
ঘ) ১৯১৬ সালে।
১০। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদের পুথিটি কী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?
ক) চর্যাচর্যবিনিশ্চয়
খ) আশ্চর্যচর্যাশ্চয়
গ) পুরনো বাংলা গান ও দোহা
ঘ) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।
১১। চর্যাপদ আনুমানিক কোন সময় রচিত হয়েছিল?
ক) খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতক
খ) খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতক
গ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতক
ঘ) খ্রিস্টীয় চতুর্দশ শতক।
১২। চর্যাপদে মোট কতজন পদকর্তার উল্লেখ রয়েছে?
ক) ২১ জন
খ) ২৩ জন
গ) ২৪ জন
ঘ) ২৬ জন।
১৩। চর্যাপদে কোন কবির সর্বাধিক সংখ্যক পদ রয়েছে?
ক) কাহ্নপাদ
খ) ভুসুকুপাদ
গ) সরহপাদ
ঘ) লুইপাদ।
১৪। চর্যাপদে মূলত কোন ধর্মের বিভিন্ন শাখার সাধন পদ্ধতি বর্ণিত হয়েছে?
ক) জৈন ধর্ম
খ) বৌদ্ধ ধর্ম
গ) হিন্দু ধর্ম
ঘ) খ্রিস্টান ধর্ম।
১৫। Origin and Development of Bengali Language – কার লেখা?
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) রাহুল সংকৃত্যায়ন
গ) সুকুমার সেন
ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
১৬। নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) চর্যাপদের পুথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী।
(II) চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন মুনি দত্ত।
(III) চর্যাপদের তিব্বতি অনুবাদে ৫১ টি পদ রয়েছে।
(IV) চর্যাপদের পুথি সম্পাদনা করেন প্রবোধচন্দ্র বাগচি।
ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা
১৭। নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) চর্যাপদ রচিত হয় পাল যুগে।
(II) চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক।
(III) চর্যাপদ জৈনদের সাধনসংগীত।
(IV) চর্যাপদে মোট ২১ জন কবির পদ রয়েছে।
ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা
১৮। নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য-মিথ্যা নিরূপণ কর।
(I) চর্যাপদের যুগের সমাজে জাতিভেদ প্রথা ছিল না।
(II) সেযুগে বরপক্ষ পণ নিত।
(III) চর্যাপদে বাঙালির প্রধান খাদ্য ভাতের উল্লেখ নেই।
(IV) চর্যাপদের চোর এবং প্রহরীর উল্লেখ আছে।
ক) (I) সত্য (II) সত্য (III) সত্য (IV) সত্য
খ) (I) সত্য (II) মিথ্যা (III) সত্য (IV) মিথ্যা
গ) (I) মিথ্যা (II) সত্য (III) মিথ্যা (IV) সত্য
ঘ) (I) সত্য (II) সত্য (III) মিথ্যা (IV) মিথ্যা
১৯। নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশ
(II) হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপালে যান।
(III) সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ প্রমাণ করেন যে চর্যার ভাষা বাংলা।
(IV) নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কৃত হয়।
ক) (I) (II) (III) (IV)
খ) (II) (I) (III) (IV)
গ) (III) (II) (I) (IV)
ঘ) (II) (IV) (I) (III)
২০। নিম্নোক্ত ঘটনাগুলির কাল ক্রমানুসারে সাজাও
(I) বাংলায় সেন বংশের রাজত্ব
(II) চর্যাপদ রচনার সূচনা
(III) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা
(IV) বৌদ্ধ সিদ্ধাচার্যদের নেপাল, তিব্বতে পলায়ন।
ক) (I) (II) (III) (IV)
খ) (II) (I) (III) (IV)
গ) (III) (II) (I) (IV)
ঘ) (II) (IV) (I) (III)
২১। বিবৃতি-কারণ মূলক প্রশ্ন:
বিবৃতি (A): ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন যে, চর্যাপদের ভাষা বাংলা।
কারণ (R): চর্যাপদের যে ভাষা তার সঙ্গে বাংলা ভাষার রূপতত্বের অনেক মিল রয়েছে।
ক) বিবৃতি (A) ঠিক কিন্তু কারণ (R) ভুল
খ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) ঠিক
গ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক এবং (R) হল (A) এর সঠিক কারণ।
ঘ) বিবৃতি (A) এবং কারণ (R) উভয়ই ঠিক কিন্তু (R) (A)-এর সঠিক কারণ নয়।
২২। বেশি সংখ্যক পদের রচয়িতা থেকে কম সংখ্যক পদের রচয়িতা, এইরূপ ক্রমানুসারে চর্যার কবিদের তালিকাটি হবে
ক) ভূসুকুপাদ, সরহপাদ, কুক্কুরীপাদ, কাহ্নপাদ
খ) কাহ্নপাদ, ভূসুকুপাদ, সরহপাদ, কুক্কুরীপাদ
গ) সরহপাদ, কুক্কুরীপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ
ঘ) কাহ্নপাদ, ভূসুকুপাদ, সরহপাদ, কুক্কুরীপাদ।
২৩। “উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী” পদটির রচয়িতা
ক) কাহ্নপাদ
খ) সরহপাদ
গ) কুক্কুরীপাদ
ঘ) শবরপাদ।
২৪। চর্যার ভাষাকে কেউ কেউ বলেছেন
ক) আঁধারে ভাষা
খ) দুর্বোধ্য ভাষা
গ) সন্ধা ভাষা
ঘ) অপরিণত ভাষা।
২৫। চর্যাপদকে নিজেদের সাহিত্য বলে দাবি করেছে
ক) হিন্দিভাষীরা
খ) ওড়িয়াভাষীরা
গ) মৈথিলিভাষীরা
ঘ) উপরের সবকটিই।
২৬। “টালত মোর ঘর নাহি পড়বেষী” পদটির রচয়িতা
ক) ঢেন্ঢনপাদ
খ) সরহপাদ
গ) কুক্কুরীপাদ
ঘ) শবরপাদ।
২৭। চর্যাপদে উল্লেখিত একটি প্রবাদ হল
ক) অপনা মাংসে হরিণা বৈরী
খ) নাচতে না জানলে উঠোন বাঁকা
গ) সব ভালো যার শেষ ভালো
ঘ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
২৮। কোন গ্রন্থকে ODBL সংক্ষেপে বলা হয়?
ক) Original Development of Bengali Language
খ) Origin and Development of Bengali Language
গ) Origin and Description of Bengali Language
ঘ) Original Description of Bengali Language
২৯। কত সংখ্যক পদে চোরের উল্লেখ রয়েছে?
ক) ২ নং পদ
খ) ১৯ নং পদ
গ) ২৮ নং পদ
ঘ) ৫০ নং পদ
৩০। ‘ভবনির্বাণে পড়হ মাদলা।’ (চর্যা ১৯) পদটির রচয়িতা
ক) কাহ্নপাদ
খ) সরহপাদ
গ) কুক্কুরীপাদ
ঘ) শবরপাদ।