রূপনারানের কূলে এমসিকিউ

রূপনারানের কূলে

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারানের কূলে কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বহু বিকল্পধর্মী প্রশ্ন। এই এমসিকিউ টেস্টটি বিগত বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্ন থেকে সংকলিত হয়েছে।

এই কবিতাটি যাদের পড়া নেই অথবা যারা বারবার পড়েও এর মানে বুঝতে পারোনি, তারা উপরে দেওয়া ভিডিওটি দেখে এই মক টেস্টটি দিতে পারো।

 

সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. কীসের মাধ্যমে জীবনের ‘সকল দেনা শোধ’ করতে হয়?

 
 
 
 

2. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ‘রূপনারায়ন’ বলতে বুঝিয়েছেন-

 
 
 
 

3. কবির মতে ‘এ জীবন’ হল-

 
 
 
 

4. “রক্তের অক্ষরে দেখিলাম”- (উঃ মাঃ ২০১৫)

 
 
 
 

5. “সে কখনাে করে না বঞ্চনা”- ‘সে’ বলতে বােঝানাে হয়েছে- (উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

6. কে মানুষের সাথে কখনও বঞ্চনা করেনা?

 
 
 
 

7. “জানিলাম এ জগৎ”- (উঃ মাঃ ২০১৮)

 
 
 
 

8. :রূপনারানের কূলে’ কবিতাটির উৎস হল-

 
 
 
 

9. ‘চিনিলাম আপনারে’- কবি কীভাবে নিজেকে চিনতে পেরেছেন?

 
 
 
 

10. “রক্তের অক্ষরে দেখিলাম”- কী দেখলেন? (উঃ মাঃ ২০১৯)

 
 
 
 

error: Content is protected !!