রামপ্রসাদ সেনের কবিত্ব

দ্বিতীয়ত, রামপ্রসাদ একাধারে সাধক এবং কবি। কিন্তু তাঁর গানগুলি তন্ত্রসাধনার তত্ত্বকথার ভারে ভারাক্রান্ত নয়। সহজ-সরল ভাষায় লিখিত তাঁর গানগুলি অনায়াসেই সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করতে পারে।

তৃতীয়ত- অসংখ্য শাক্ত-সংগীতের পাশাপাশি রামপ্রসাদ সেন ‘বিদ্যাসুন্দর’ নামক একটি কাব্য রচনা করেছিলেন। তাঁর অপর একটি গ্রন্থের নাম ‘কালীকীর্তন’।

পরিশেষে বলা যায় যে, রামপ্রসাদ সেন হলেন শাক্ত-সঙ্গীতের সার্থক স্রষ্টা। তাঁকে অনুসরণ করে পরবর্তীকালের অনেক কবি শাক্ত-সংগীত রচনা করেছেন এবং একইসঙ্গে তাঁর গানগুলি আজও বাঙালি সমাজে সমানভাবে আদৃত।

Pages: 1 2

error: Content is protected !!