বাংলা সাহিত্যের ইতিহাস
একাদশ শ্রেণী
প্রশ্ন- অষ্টাদশ শতাব্দীর যুগবৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও৷ ২+৩
উত্তর- বাংলা তথা ভারতের ইতিহাসে অষ্টাদশ শতাব্দী হল পালাবদলের সময়কাল। একদিকে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য ক্রমশ ক্ষয় পেতে চলেছে, আরেক দিকে এগিয়ে আসছে দোর্দণ্ডপ্রতাপ ইংরেজশক্তি। ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং এই সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক শাসকগণ বেপরোয়াভাবে স্বৈরাচারী হতে থাকে। তাদের শাসন এবং শোষণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।
এসবের পাশাপাশি বাংলার মানুষজনকে সর্বস্বান্ত করেছিল পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ এবং বর্গীহানা। এইরকম সংকটময় পরিস্থিতিতে মানুষ এমন এক শক্তির আরাধনা করেছিল যে তাদের জীবন থেকে এক নিমেষে অন্ধকার দূর করে আলোর দিশা দেখাতে পারবে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশে শাক্ত-পদাবলির উদ্ভব এবং বিকাশ ঘটেছিল।
রামপ্রসাদ সেন– বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উল্লেখযোগ্য নাম হল রামপ্রসাদ সেন। তিনি শাক্তসংগীতের প্রথম এবং প্রধানতম কবি।
পরের পাতায়