রবি ঠাকুরের চিত্রকলা চর্চা

ছবি আঁকার কোনোরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর ছিলনা।তবে অনভিজ্ঞের মতো তিনি কাউকে অনুসরণও করেননি। অবন ঠাকুরের নব্যবঙ্গ চিত্রভাবনা কিম্বা আধুনিক পাশ্চাত্য চিত্ররীতি- কনটিই রবীন্দ্রনাথকে প্রভাবিত করতে পারেনি। তাঁর চিত্রভাবনা প্রকৃতিগতভাবে আধুনিক আর চরিত্রগতভাবে আন্তর্জাতিক।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকার মাধ্যম ছিল পেলিকান রঙ, জলরং, প্যাস্টেল, পেন্সিল ইত্যাদি। সাহিত্যভাবনার সঙ্গে শিল্পীমনের সার্থক সমন্বয় ছিল রবীন্দ্রনাথের চিত্রকলা। বিনোদবিহারী মুখোপাধ্যায়ের মতে, “… একমাত্র কবি উইলিয়াম ব্লেক ছাড়া অন্য কোনো পাশ্চাত্য সাহিত্যিক নিজের সাহিত্য প্রতিভাকে চিত্রশিল্পের মধ্য দিয়ে এমন সার্থক ভাবে প্রকাশ করতে সক্ষম হননি”।

Pages: 1 2

error: Content is protected !!