বাঙালির চিত্রকলা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রচর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তর- শিল্প-সংস্কৃতির এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। সেই তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১) জীবনের শেষপর্বে চিত্রাঙ্কন-চর্চায় মননিবেশ করেছিলেন। তবে চিত্রকলার জগতকে তিনি শুধু স্পর্শই করেননি, বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তাঁর সমকালে রবীন্দ্রনাথ তেমন স্বীকৃতি পাননি ঠিকই কিন্তু বর্তমানে তাঁর ছবি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে।
![রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা চর্চা](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2018/11/IMG_20181104_160647-300x175.jpg?resize=300%2C175)
রবীন্দ্রনাথ একজন স্বশিক্ষিত শিল্পী। নেহাতই খেলাচ্ছলে তাঁর চিত্রকলার জগতে প্রবেশ। ‘পূরবী’ কাব্যের পাণ্ডুলিপির কাটাকুটিকে শিল্পিত রূপ দিতে গিয়ে তাঁর চিত্রচর্চার সূচনা। তারপর থেকে কালিকলম নিয়ে সচেতনভাবে চিত্রাঙ্কন শুরু করে দেন। তাঁর এই নবসাধনার প্রেরনাদাত্রী ছিলেন ভিকতোরিয়া ওকোম্পো। যাইহোক, চিত্রকলার জগতে রবীন্দ্রনাথ দ্রুতগতিতে পসার লাভ করেন। রবীন্দ্রনাথের এই শিল্প-প্রাবল্যকে অবনীন্দ্রনাথ ঠাকুর ‘অগ্নুতপাত’এর সঙ্গে তুলনা করেছিলেন।