উচ্চমাধ্যমিক ২০১৬
১। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও ৫×১=৫
১.১ “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না৷”- কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ১+৪=৫
১.২ “বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন ৷”~’বাদা’ কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? ১+৪=৫
২ অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও৷ ১×৫=৫
২.১. “এই ভোরের জন্য অপেক্ষা করছিল।” কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল?
২.২ “”আমার দরকার শুধু গাছ দেখা”–বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? = ১+৪
৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও ৷ ৫×১=৫
৩.১ “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম”– বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বক্তা কোন্ প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন?
৩.২ “অভিনেতা মানে একটা চাকর–একটা জোকার, একটা ক্লাউন৷ লোকেরা সারাদিন খেটেখুটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক-ওয়ালাদের একমাত্র কর্তব্য।”- বক্তার কথার তাৎপর্য আলোচনা করো ৷ ৫
৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×১=৫
৪.১ “পাতায়-পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা?”-পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
৪.২ “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলো, পাথরের চাঁই থামানো যাবে না কেন?”-ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন?ট্রেনকীভাবে থামানো হয়েছিল।। ১+৪
৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×১=৫
৫.১ হাতির-বেগার আর চলল না৷”- হাতি-বেগার আইন কী? তা আর চলল না কেন? ৩+২
৫.২”তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো”- লেখক কাকে, কীভাবে কেন সাহায্য করতে বলেছেন? ১+২+২=৫
৬। অনধিক ১৫০ শব্দে যে ক্লোনো ১ টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×১=৫
৬.১ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও।
৬.২ উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও।
৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×২=১০
৭.১ বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। ৫
৭.২ বাংলার দুটি লোকসংগীতের ধারার নাম লেখো৷ যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
৭.৩ বাঙালির চিত্রকলাচর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ৷ ৫
৭.৪ কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো ৷ সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও ৷ ১+৪
পরের পাতায়