বাঙালীর বিজ্ঞানচর্চা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান।
উত্তর- যে কয়েকজন বাঙালী বিজ্ঞানী বিজ্ঞানকে জনকল্যাণের কাজে লাগিয়েছিলেন আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় (১৮৬১-১৯৪৪) তাদের মধ্যে অন্যতম। প্রেসিডেন্সি কলেজের এই কৃতী ছাত্র স্নাতক উত্তীর্ন হবার আগেই গিলক্রাইস্ট বৃত্তি নিয়ে বিলেতে যান। সেখানে বি এস সি এবং ডি এস সি (এডিনবরা বিশ্ববিদ্যালয়) ডিগ্রি লাভ করেন। রসায়ন শাস্ত্রে বিশেষ কৃতিত্বের জন্য তাঁকে হোপ পুরস্কারও দেওয়া হয়। দেশে ফিরে ১৮৮৯ সালে তিনি প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। সারাজীবন তিনি গবেষণা এবং অধ্যাপনার কাজেই নিজেকে নিযুক্ত রেখেছিলেন।
তাঁর প্রথম মৌলিক গবেষণার বিষয় ছিল খাবারে ভেজাল নির্নয়ের রাসায়নিক পদ্ধতির উদ্ভাবন। মারকিউরাস নাইট্রাইট তাঁর আরেকটি যুগান্তকারী আবিষ্কার। এছাড়া তিনি পারদ-সঙ্ক্রান্ত ১১ টি মিশ্র ধাতু আবিষ্কার করেছিলেন। গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তিনি তৈরি করেন ফসফেট অফ লাইম।
বাকি অংশ পরের পাতায়