পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
কবি- ব্রেটল্ট ব্রেখট
অনুবাদ- শঙ্খ ঘোষ
প্রশ্ন- ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কবি কোন সত্যকে তুলে ধরতে চেয়েছেন?
উত্তর- বের্টল্ট ব্রেখট-এর লেখা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় একটি বিশেষ সত্যকে তুলে ধরতে চেয়েছেন। কবির ইঙ্গিত ইতিহাসের দিকে। নানা দেশের কারুকার্যময় বিভিন্ন স্থাপত্যের ছবিতে শিশু পাঠ্য ইতিহাসের বইগুলি পরিপূর্ণ থাকে। সেই সব স্থাপত্যের জনক হিসাবে সমকালীন রাজার নামই উল্লেখ করা হয়। অথচ এই সব স্থাপত্যের অনু-পরমানুতে যে সব শ্রমিকের ঘাম ও রক্ত মিশে আছে, তাদের পরিচয় ইতিহাসে পাওয়া যায় না। তাই থিবস, রোমের জয়তোরন, বাইজেনটিয়ামের প্রাসাদ অথবা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান- সব কিছুর জন্য নাম পায় রাজারা।
প্রচলিত ইতিহাস কেবল যুদ্ধ-বিগ্রহের ঘটনায় পরিপূর্ণ। ইতিহাসের পাতায় পাতায় কেবলই বিজয়ী রাজাদের কৃতিত্বের পরিচয় পাই। জুলিয়াস সিজার, আলেকজান্ডার, দ্বিতীয় ফেডারিক প্রভৃতি সম্রাটগন বিভিন্ন যুদ্ধে বিজয়ীর শিরোপা পেয়েছিলেন। এখানে কবির প্রশ্ন – ‘কে জিতেছিল’? যুদ্ধ শুধুমাত্র রাজায় রাজায় লড়াই নয়, অগণিত সৈনিকের প্রানের বিনিময়ে রাজার জয় হয়। ইতিহাসে এই সব সৈনিকেরা চিরকালেই উপেক্ষিত। সমাজ সচেতন কবি বের্টল্ট ব্রেখট তার কবিতায় সাধারণ মানুষের প্রতি ইতিহাসের এই বঞ্চনার কথা বিশেষ ভাবে তুলে ধরেছেন।