পড়তে জানে এমন এক মজুর এমসিকিউ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এমসিকিউ টেস্ট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. ‘গলদের’ নিপাত করেছিল- সিজার আলেকজান্ডার দ্বিতীয় ফ্রেডারিক ফিলিপ 2. “আর্মাড়া ডুবে গেলে কেঁদে ছিলেন”- (উঃ মাঃ ২০১৭) ফ্রেডারিক সিজার ফিলিপ আলেকজান্ডার 3. “কে জিতেছিল? একলা সে?”- ‘একলা’ বলতে কার কথা বলা হয়েছে? সিজার স্পেনের ফিলিপ দ্বিতীয় ফ্রেডারিক আলেকজান্ডার 4. তরুণ আলেকজান্ডার কোন দেশ জয় করেছিল? ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ 5. লিমা কোন দেশের রাজধানী? রোম ব্যাবিলন বাইজেনটিয়াম পেরু 6. কবির মতে চীনের প্রাচীরের আসল স্থপতি- চীনের সম্রাট চীনের জনসাধারণ গ্রিকরা রাজমিস্ত্রিরা 7. থিবসের নির্মাতা হিসেবে বইয়ে কার নাম থাকে? রাজমিস্ত্রির রাজার প্রজাদের স্থপতির 8. “সাত বছরের যুদ্ধ জিতেছিল”- (উঃ মাঃ ২০১৫) সিজার ফিলিপ আলেকজান্ডার দ্বিতীয় ফ্রেডারিক 9. “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?”-কোন জায়গার কথা বলা হয়েছে? (উঃ মাঃ ২০১৬) বাইজেনটিয়াম ব্যাবিলন রোম আটলান্টিস 10. ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন- (উঃ মাঃ ২০১৮) অনিন্দ্য সৌরভ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শঙ্খ ঘোষ উৎপল কুমার বসু Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related