স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে লাভ করা থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মের হত্যালীলা, মিথ্যা কথা বলে গুরু দ্রোণাচার্য নিধন- এই সকল ক্ষেত্রে অর্জুনের বীরত্বের থেকে তার কাপুরুষতাই বেশি প্রমাণিত হয়েছে। একইরকমভাবে, কুরুক্ষেত্রের রণক্ষেত্রে মহাবীর কর্ণের অসহায়তার সুযোগ নিয়ে অর্জুন তাকে বধ করেছিল। ব্রহ্মশাপে কর্ণের রথের চাকা যখন মেদিনী গ্রাস করেছিল ঠিক সেই সুযোগে অর্জুন কর্ণকেও তীরবিদ্ধ করেছিল। জনার মনে হয়েছে অর্জুনের এই কাজ মহারথী প্রথার বিরুদ্ধে কারণ অর্জুন যখন কর্ণকে বধ করেছিল তখন কর্ণের হাতে কোনো অস্ত্র ছিল না। ঠিক এই প্রসঙ্গে জনা ‘মহারথী-প্রথার’ উল্লেখ করেছিলেন।