নীলধ্বজের প্রতি জনা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “মহারথী প্রথা কি হে এই, মহারথী”- মহারথী-প্রথা কী? কে কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। (২০১৭)
উত্তর- মাইকেল মধুসূদন দত্তের লেখা ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় মহারথী প্রথা নামক একটি পৌরাণিক যুদ্ধনীতির উল্লেখ রয়েছে। এই প্রথা অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে কোনো সশস্ত্র যোদ্ধা কোন নিরস্ত্র যোদ্ধার ওপর আক্রমণ করতো না।
আলোচ্য কবিতায় জনা একজন সদ্য সন্তানহারা জননী। তাঁর পুত্রের হত্যাকারী অর্জুন, যাকে রাজসভায় বসিয়ে নাচগানের আয়োজন করেছিল রাজা নীলধ্বজ। জনার ধারণা রাজা নীলধ্বজ হয়তো অর্জুনকে বীর যোদ্ধা বলে মনে করেন এবং সেই জন্যই অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস হারিয়ে ফেলেছেন। কিন্তু জনার মনে হয়েছে অর্জুন প্রকৃত বীরপুরুষ নয়, বরং একজন কাপুরুষ। সেই প্রসঙ্গে জনা অর্জুনের কাপুরুষতার অনেক দৃষ্টান্ত তুলে ধরেছেন।
বাকি অংশ পরের পাতায়