নানা রঙের দিন এমসিকিউ নানা রঙের দিন এমসিকিউ টেস্ট নানা রঙের দিন এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে- (উঃ মাঃ ২০১৭) সমাজ শিক্ষক মস্ত বোকা খুবই জ্ঞানী অস্পৃশ্য ভাঁড় 2. “তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে”- কোন চরিত্রে মানাবে না? (উঃ মাঃ ২০১৮) মোরাদ দিলদার শাজাহান ঔরঙ্গজীব 3. রজনীবাবু রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? (উঃ মাঃ ২০১৯) এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা 4. রজনীকান্ত ‘রিজিয়া’ নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? (উঃ মাঃ ২০১৮) বক্তিয়ার শাজাহান মীরজুমলা মহম্মদ 5. রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? (উঃ মাঃ ২০১৬) ঔরঙ্গজীব দিলদার মহাম্মদ শাজাহান 6. “উফ কি শীত সব আছে…”- কী নেই? (২০১৯) মানুষ নেই আলো নেই শীতের পোশাক নেই লোকজন নেই 7. “শাহজাদী! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?”- কোন নাটকের অংশ? (২০১৯) সাজাহান রিজিয়া চন্দ্রগুপ্ত মেবার পতন 8. “আর একদিন তাকে দেখে মনে হয়েছিল”- (উঃ মাঃ ২০১৬) মোমের আলোর চেয়েও পবিত্র চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ ভোরের আলোর চেয়েও সুন্দর গোধূলির আলোর চেয়েও মায়াবী 9. রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন— (উঃ মাঃ ২০১৫) পুলিশে জাহাজে কলেজ জাহাজে 10. :নানা রঙের দিন’ নাটকটি কার লেখা? অজিতেশ বন্দ্যোপাধ্যায় শম্ভু মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর সমর সেন 11. ‘ নানা রঙের দিন’ নাটকটির উৎস কোন ইংরেজি নাটক? Swan Song Three Penny Opera On the Harmfullness of Tobacco The Cherry Orchard 12. ‘নানা রঙের দিন’ নাটকে রজনীবাবু মোট কতগুলি ইংরেজি নাটকের সংলাপ বলেছেন? দুটি তিনটি চারটি পাঁচটি 13. “এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই”-কোন কথাটা ? (উঃ মাঃ ২০১৬) ফাঁকা মঞ্চে অভিনয়ের কথা গ্রিনরুমে ঘুমানোর কথা চাটুজ্জেমশাইকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা চাটুজ্জেমশায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা 14. ‘নানা রঙের দিন’ নাটকে কালীনাথ সেনের বয়স কত? ৬২ বছর ৬০ বছর ৬৫ বছর ৬৩ বছর 15. নানা রঙের দিন নাটকে কয়টি চরিত্র রয়েছে? (উঃ মাঃ২০১৫) একটি দুটি তিনটি চারটি 16. “যারা বলে ‘নাট্যভিনয় একটি পবিত্র শিল্প’—তারা সব”— (উঃ মাঃ ২০১৫) ভেড়া গাধা বোকা চালাক 17. ‘নানা রঙের দিন’ নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন- (উঃ মাঃ ২০১৭) ম্যাকবেথ ওথেলো মার্চেন্ট অফ ভেনিস জুলিয়াস সিজার 18. “রাজনীতি বড়াে কূট।” -কথাটি বলেছিলেন? (উঃ মাঃ ২০১৭) রজনীকান্ত মহম্মদ কালিনাথ কিং লিয়র 19. ‘নানা রঙের দিন’ নাটকের একেবারে শেষে নেপথ্যে গিয়ে রজনীবাবু কোন নাটকের সংলাপ বলেছিলেন? ম্যাকবেথ ওথেলো রিচার্ড দি থার্ড জুলিয়াস সিজার 20. “সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন”। তিনি হলেন- (উঃ মাঃ ২০১৮) রজনীকান্ত কালিনাথ রামব্রিজ রজনীকান্তের বন্ধু Loading … Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related