বাংলা সাহিত্যের ইতিহাস
একাদশ শ্রেণী
প্রশ্ন- চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তাঁর কাব্যপ্রতিভা আলোচনা কর।
উত্তর- চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ট কবি হলেন কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী।
কবিকঙ্কণ তাঁর কাব্যটিকে কোথাও ‘অভয়ামঙ্গল’, কোথাও ‘চণ্ডীকামঙ্গল’ আবার কোথাও ‘অম্বিকামঙ্গল’ বলেছেন। তবে, সাধারণ বাঙালির কাছে তাঁর কাব্যটি ‘কবিকঙ্কণ চণ্ডী’ নামেই অধিক পরিচিত। এই কাব্যে কবির কাব্যপ্রতিভার যে নিদর্শন পাওয়া যায় তা হল-
১) চরিত্রসৃষ্টিতে কবি নিপুণহস্ত ছিলেন। তাঁর কাব্যের প্রতিটি চরিত্র স্বমহিমায় উজ্জ্বল। কালকেতু, ফুল্লরা, ভাড়ু দত্ত প্রভৃতি চরিত্রসমূহ কবির হাতের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠেছে। সমালোচকদের মতে, ব্যক্তিগত জীবনে কবি নানান উত্থান-পতনের সম্মুখীন হয়েছিলেন, তাঁর কাব্যের চরিত্রগুলি সেই অভিজ্ঞতালব্ধ জীবনদর্শনের ফলবিশেষ।
২) তাঁর কাব্যে বিবিধ ছন্দের প্রয়োগ এবং অলংকার ব্যবহারের বৈচিত্র পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। ছন্দ-অলংকার প্রয়োগে কবি যে বিশেষভাবে দক্ষ ছিলেন একথা নিঃসন্দেহে বলা যায়।
পরের পাতায়