বাংলা ব্যান্ড- মহীনের ঘোড়াগুলি

সদস্যবৃন্দ– এই ব্যান্ডের প্রধান সদস্য ছিলেন সাত জন। যথা- গৌতম চট্টোপাধ্যায় (দলনেতা), বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, এব্রাহাম মজুমদার, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়।

অ্যালবাম– এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক'(১৯৭৭)। পরের বছর প্রকাশ পায় অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮) এবং তৃতীয় বছরে আরেকটি অ্যালবাম ‘দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি’ (১৯৭৯)।

প্রভাব– যেসময় ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের জন্ম হয় তখন ব্যান্ডের গান শোনার মতো উপযুক্ত বাঙালি শ্রোতা বেশি ছিল না। তাই ব্যান্ডটিও দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু পরবর্তীকালের বাংলা ব্যান্ডগুলির কাছে ‘মহীনের ঘোড়াগুলি’ ছিল পথপ্রদর্শক।এই ব্যান্ডকে অনুসরণ করেই চন্দ্রবিন্দু, ভূমি, ক্যাকটাস, পরশপাথর প্রভৃতি বাংলা ব্যান্ডের পথচলা শুরু হয়েছিল।

Pages: 1 2

error: Content is protected !!