দ্বাদশ শ্রেণী
বাংলা গানের ধারা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- বাংলা ব্যান্ডের গান সম্পর্কে আলোচনা কর। (৫)
অথবা, প্রথম বাংলা ব্যান্ড কোনটি? ব্যান্ডটির সংক্ষিপ্ত পরিচয় দাও। (১+৪)
উত্তর- বাংলা তথা ভারতের যেকোনো প্রাদেশিক ভাষায় প্রথম গানের ব্যান্ড হল ‘মহীনের ঘোড়াগুলি’।
বাঙালি সঙ্গীতপ্রিয় জাতি। নব্যভারতীয় আর্যভাষায় লিখিত প্রথম গানের সংকলন ‘চর্যাপদ’ সেই বাংলা ভাষায় লিখিত, তেমনি ভারতের প্রথম গানের ব্যান্ড (প্রাদেশিক ভাষায়) তৈরি হয়েছিল এই বাংলাতেই। যে সময় এই ব্যান্ডটির জন্ম হয় তখন বাংলা সিনেমার গানের জনপ্রিয়তা ছিল আকাশস্পর্শী। কিন্তু সে সব গান ছিল বাস্তববিমুখ। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, চাওয়া-পাওয়ার সঙ্গে সম্পর্কহীন সেইসব গান ছিল কেবলই শিল্প। ‘মহীনের ঘোড়াগুলি’ ছিল এই গতানুগতিকতার বাইরে যাওয়ার একটি দৃঢ় পদক্ষেপ।
নামকরণ– এই ব্যান্ডের নামকরণ করা হয়েছে জীবনানন্দ দাশের ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘ঘোড়া’ কবিাতার দ্বিতীয় পংক্তি থেকে। যদিও ব্যান্ডটির নামের সঙ্গে গানগুলির তেমন কোনো সম্পর্ক নেই তবু এই নামকরণের একটি তাৎপর্য আছে। সেটি হল- জীবনানন্দ যেমন বাংলা কাব্যে আধুনিকতার সূচনা করেছিলেন, এই ব্যান্ডটিও তেমনি বাংলা গানে নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছিল।
পরের পাতায়