মনোভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা

ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা

দ্বাদশ শ্রেণি

বড় প্রশ্ন (মান ৫)

প্রশ্ন- ভাষাবিজ্ঞানের শাখা হিসাবে মনোভাষাবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

উত্তর- ভাষা হল মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। সুতরাং ভাষার সঙ্গে মনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ফলিত ভাষাবিজ্ঞানের যে শাখায় মানুষের মন এবং তার ভাষা-ব্যবহার সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা করে তাকেই মনোভাষাবিজ্ঞান (Psycholinguistic) বলা যেতে পারে।

এক সময় মনে করা হত যে মানুষ পারিপার্শ্বিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষাশিক্ষা লাভ করে। কিন্তু পরবর্তীকালে নোয়াম চমস্কি বললেন মানবমস্তিষ্কে সহজাতভাবেই থাকে ভাষা শিক্ষার সামর্থ্য। মানবমস্তিষ্কে প্রি-প্রোগ্রামড অবস্থায় রয়েছে একটি সার্বজনীন ব্যাকরণ, যার সাহায্যে শিশু অনুকরণের মাধ্যমে যেকোনো ভাষা আয়ত্ত করতে পারে।

বিষয় হিসেবে এটি অনেকগুলি ক্ষেত্রের সঙ্গে জড়িত। যেমন- মনোবিদ্যা, ভাষাবিজ্ঞান, সমাজবিদ্যা প্রভৃতি। তবে, মনোভাষাবিজ্ঞান সাধারণত এই প্রশ্নগুলির উত্তর নির্ধারণের চেষ্টা করে-

(১) শিশুরা কীভাবে ভাষা আয়ত্ত করে? (বিষয়- ভাষা অর্জন বা Language acquisition);

(২) মানুষ কীভাবে ভাষা উপলব্ধি করে? (বিষয়- ভাষার বোঝাপড়া বা language comprehension);

(৩) মানুষ কীভাবে ভাষা তৈরি করে? (বিষয়- ভাষা উৎপাদন বা language production);

(৪) যারা ইতিমধ্যে একটি ভাষা জানে তারা কীভাবে অন্য ভাষা অর্জন করতে পারে? (বিষয়- দ্বিতীয় ভাষা শিক্ষা বা Second language comprehension)।

error: Content is protected !!