বাংলা গানের ধারা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন – বাংলা গানের ইতিহাসের মান্না দের অবদান উল্লেখ কর ?
উত্তর- বাংলা আধুনিক গানের একজন খ্যাতনামা গায়ক হলেন মান্না দে তাঁর পিতৃদত্ত নাম ছিল প্রবোধ চন্দ্র দে । তাঁর সঙ্গীতশিক্ষা শুরু হয় কাকা কৃষ্ণচন্দ্র দে-র কাছে এবং তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তলিম নিয়েছিলেন ওস্তাদ দবির খাঁ-এর কাছে। এছাড়া বিভিন্ন সময়ে তিনি ওস্তাদ আমন আলি খান, ওস্তাদ আব্দুল রহমান খান প্রমুখের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন ।
মান্না দে-র নেপথ্য শিল্পী হিসেবে কর্ম জীবনের শুরু হয় একটি হিন্দি ছবি দিয়ে । ১৯৪২ সালে মুক্তিপাপ্ত ‘তামান্না’ ছবিতে সুরাইয়া–র সঙ্গে ‘জাগো, আয়ি ঊষা’ গানটি । পরবর্তী কালে বাংলা ছায়াছবির নেপথ্য শিল্পী হিসেবে তিনি অনেক গান গেয়েছেন। ‘লালনফকির’, ‘বৈকুণ্ঠের উইল’, ‘গনদেবতা’, ‘দেবদাস’, ‘সন্ন্যাসিরাজা’, ‘মৌচাক’ প্রভৃতি বাংলা ছবিতে তিনি গান গেয়েছেন। বাংলা, হিন্দি ছাড়াও মান্না দে ভোজপুরি, মৈথিলী, পাঞ্জাবি, উড়িয়া, আসামিয়া, গুজরাঠি, মারাঠি, নেপালি, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও গান গেয়েছেন।
মান্না দের কণ্ঠে যে গান গুলি বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে সেগুলি হল- ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘আমি যে জলসাঘরে’, ‘হাজার টাকার ঝাড়বাতিটা’, ‘আমায় একটু জায়গা দাও’ ইত্যাদি। ভারতীয় সঙ্গীতে তার অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী (১৯৭১), পদ্মভূষণ (২০০৫), এবং দাদা সাহেব ফালকে (২০০৭) পুরষ্কারে ভূষিত করেছে। তাছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে ভূষিত করে।