মাধ্যমিক বাংলা মক টেস্ট-৩

WBBSE Madhyamik Bengali Multiple Choice Question Answer- Bengali MCQ Mock Test. Try these free Mock Test and get ready for Madhyamik Examination.

SET- 3

মাধ্যমিক বাংলা এমসিকিউ মক টেস্ট

মাধ্যমিকে বাংলা পরীক্ষায় ১৭ নাম্বার MCQ (এমসিকিউ) এবং ১৯ নাম্বারের SAQ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন) থাকে। অর্থাৎ, মোট ৩৬ নাম্বারের শর্ট! আর শর্ট-এমসিকিউতে পুরো নাম্বার পেতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এইজন্য এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলা এমসিকিউ মক টেস্টের ব্যবস্থা করা হল। নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।


মাধ্যমিক বাংলা এমসিকিউ টেস্ট 3

1. “সে ভয়ানক দুর্লভ জিনিস”-  কোন জিনিসের কথা বলা হয়েছে?

 
 
 
 

2.

“আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো।”- কে একথা ঘোষণা করেছিল?

 
 
 
 

3. গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও ….. পয়সা।

 
 
 
 

4. ‘অম্বুরাশি-সুতা’ কাকে বলা হয়েছে?

 
 
 
 

5.

‘প্রলয়োল্লাস’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

 
 
 
 

6. ‘আমাদের মাথায় বোমারু’- ‘বোমারু’ হল-

 
 
 
 

7. ‘অভিধা’ কোন অর্থ প্রকাশ করে?

 
 
 
 

8. ‘ব্রোঞ্জের শলাকার’ পোশাকি নাম কী?

 
 
 
 

9. বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ কে বলতেন?

 
 
 
 

10.

‘মন্দিরে মন্দিরে শাঁখ বাজে’- এটি কোন প্রকার বাচ্য?

 
 
 
 

11. অনুসর্গ সবসময়-

 
 
 
 

12.

‘মাস্টারমশাই’- এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কী হবে?

 
 
 
 

13.

যে সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, তাকে বলে ….

 
 
 
 

14.

ছেলেটি সকাল থেকে শুধু পড়াশোনা করে যাচ্ছে- নিম্নরেখ পদটি হল

 
 
 
 

15.

‘মন প্রাণ দিয়ে পড়াশোনা করলে তুমিও বড় চাকরি পাবে’- গঠনগত দিক থেকে এটি হলো

 
 
 
 

16. ‘একাদশ’- এটি কোন সমাসের উদাহরণ?

 
 
 
 

17.

সমাসের আলোচনায় ‘সমস্তপদ’- এর অপর নাম কী?

 
 
 
 


[বি: দ্র:- ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় সিন্ধুতীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, অদল-বদল, নদীর বিদ্রোহ, বাংলা ভাষায় বিজ্ঞান এবং বাক্য ও বাচ্য থেকে কোন প্রশ্ন আসবে না। মক টেস্টে এইসব পাঠ থেকে কোনো প্রশ্ন থাকলে উত্তর না দিলেও চলবে।]

1 2 3 4 5

error: Content is protected !!