Madhyamik Bangla Suggestion 2023|| মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
এবছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা হবে সমগ্র পাঠ্যসূচির উপর ভিত্তি করে। সিলেবাস বেশ বড়, তাই সাজেশনে প্রশ্নের সংখ্যাও একটু বেশি। তবে, সব প্রশ্নের উত্তর এই সাইটেই পাওয়া যাবে। প্রতি প্রশ্নের নিচে উত্তরের লিঙ্ক দেওয়া হবে।
পরীক্ষার নামঃ | মাধ্যমিক পরীক্ষা ২০২৩ |
আয়োজকঃ | পঃবঃমঃশিঃপঃ |
বিষয়ঃ | বাংলা (প্রথম ভাষা) |
পরীক্ষার তারিখঃ | ২৩শে ফেব্রুয়ারি |
পরীক্ষার সময়ঃ | ১১.৪৫ থেকে দুপুর ৩টে |
মাধ্যমিক 2023 বাংলা সাজেশন || Madhyamik Bengali Suggestion 2023
সাজেশন শুরু করার আগে কিছু কথা বলা দরকার- প্রথমত, সাজেশন মাত্রই অনুমান-নির্ভর, কোনো সাজেশনকে ১০০ শতাংশ ভরসা করা উচিত নয়; দ্বিতীয়ত, মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রশ্ন যেভাবে আসে ঠিক সেই ক্রম অনুসারেই সাজেশনের প্রশ্নগুলি সাজানো হল।
১. সঠিক উত্তরটি নির্বাচন কর: ১৭x১= ১৭
এই অংশে মোট ১৭টি এমসিকিউ প্রশ্ন থাকে। সেগুলি হল- গল্প থেকে ৩টি, কবিতা থেকে ৩টি, প্রবন্ধ থেকে ৩টি এবং ব্যাকরণ থেকে ৮টি প্রশ্ন। ছাত্রছাত্রীদের অনুশীলনের উদ্দেশ্যে মোট ১২ সেট এমসিকিউ দেওয়া হল। মাধ্যমিক বাংলা এমসিকিউ-এর জন্য এখানে ক্লিক করো।
২. কমবেশি ২০টি শব্দে উত্তর দাও: ১৯x১= ১৯
এই অংশে মোট ১৯টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকে।সেগুলি হল- [২.১] গল্প থেকে ৪টি, [২.২] কবিতা থেকে ৪টি, [২.৩] প্রবন্ধ থেকে ৩টি এবং [২.৪] ব্যাকরণ থেকে ৮টি প্রশ্ন। ছাত্রছাত্রীদের অনুশীলনের উদ্দেশ্যে অসংখ্য অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। গল্প, কবিতা এবং প্রবন্ধ থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে ক্লিক করো এবং ব্যাকরণ অংশ থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) জন্য এখানে ক্লিক করো।
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ [৩নাম্বার প্রশ্ন]
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও: ৩+৩=৬
৩.১ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩
৩.১.১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বােকা বানিয়েছিলেন? ১+২
৩.১.২ “সে ভয়ানক দুর্লভ জিনিস।”- কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? ১+২
৩.১.৩ “ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”- ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়? ১+২
৩.১.৪ “উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।” – “উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? [১+২
৩.১.৫ “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”- কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কী বােঝাতে চেয়েছে? ১+২
৩.১.৬ “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভােগ করে।”- কার কথা বলা হয়েছে? তার ‘পাগলামিটি’ কী ? [১+২
৩.২ যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ১x৩=৩
৩.২.১ “আমাদের ইতিহাস নেই” – কে, কেন একথা বলেছেন? ১+২
৩.২.২ “সেখানে নিভৃত অবকাশে তুমি”- সেখানে বলতে কোন খানের কথা বলা হয়েছে? নিভৃত অবকাশে সে কী করছিল?
৩.২.৩ “মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা” – কোন্ মন্দিরের কথা বলা হয়েছে? সেখানে পূজার ঘণ্টা কেন বেজেছিল? ১+২
৩.২.৪ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”- কাকে ‘মহাবাহু’ বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী? ১+২
৩.২.৫ “আসছে নবীন- জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন?”– উক্তিটির তাৎপর্য লেখাে। ১+২
৩.২.৬ “অতি মনােহর দেশ” – এই ‘মনােহর দেশে’র সৌন্দর্যের পরিচয় দাও। [৩
৩.২.৭ “অস্ত্র ফ্যালাে, অস্ত্র রাখাে”- কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কী ? [১+২
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ [৫ নাম্বার প্রশ্ন]
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৫
৪.১ “অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল।” -অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিলেন? ২+৩
৪.২ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে, কাকে শিখিয়েছে? ‘খাঁটি জিনিস’ বলতে কী বােঝানাে হয়েছে? ২+৩
৪.৩ ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও।
৪.৪ “তপন আর পড়তে পারে না। বােবার মতাে বসে থাকে।” – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করাে। ৫
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৫
৫.১ ‘পঞ্চকন্যা পাইলা, চেতন’- পঞ্চকন্যা কারা? তাদের চেতনা কীভাবে ফিরেছিল? ১+৪
৫.২ “গানের বর্ম আজি পরেছি গায়ে”- কোন কবিতার অংশ? কে গানের বর্ম পরেছে? উক্তিটির মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? ১+১+৩
৫.৩ “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখাে।
৫.৪ “নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা;” – পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথােপকথন নিজের ভাষায় লেখাে। ১+৪
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”- কারা কালি তৈরি করতেন? তারা কীভাবে কালি তৈরি করতেন ? ১+৪
৬.২ ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখাে। ১+১+৩
৬.৩ “মুঘল দরবারে একদিন তাদের কতনা খাতির, কতনা সম্মান।”- আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। ১+৪
৬.৪ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধ অনুসরণে বিভিন্ন সভ্যতার মানুষের লেখনি সামগ্রীর পরিচয় দাও।
৬.৫ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানা রকম বাধা আছে।”– এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলােচনা করাে। ৫
৬.৬ ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলােচনা করাে। ৫
৬.৭ “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” লেখকের এমন মন্তব্যের কারণ কী? ৫ [মাধ্যমিক ২০১৯]
৬.৮“বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ? ৫ [মাধ্যমিক ২০২০]
হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে সব প্রশ্নের উত্তর
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : [৪
৭.১ “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়।” – মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বস্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?
৭.২ “মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।”- কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল? ১+৩
৭.৩ সিরাজদৌল্লা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলােচনা করাে।
৭.৪ “কিন্তু ভদ্রতার অযােগ্য তােমরা”—কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কী? ১+৩
৭.৫ “আজ বিচারের দিন নয়, সোহার্দ্য স্থাপনের দিন”- কে, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও।
৭.৬ “তোমাদের কাছে আমি লজ্জিত”- কে কার কাছে লজ্জিত? এই লজ্জা পাওয়ার কারণ কী?
সিরাজদ্দৌলা নাটক থেকে সব প্রশ্নের উত্তর
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও: ২x৫=১০
৮.১ ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যােগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। [৫
৮.২ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলােচনা করাে। [৫
৮.৩ “ওইটেই তাে আমি রে, যন্ত্রণাটাই তাে আমি”- বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে। [১+8
৮.৪ “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে”- কোনির এই অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করাে। [২+৩
৮.৫ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। [৫
৮.৬ “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে”- কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর। [২+৩
কোনি উপন্যাস থেকে সব প্রশ্নের উত্তর
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে: ৪
এই লিংকে ক্লিক করে দেখে নাও বিগত ৩০ বছরের মাধ্যমিক পরীক্ষার বঙ্গানুবাদ দেওয়া হল। এগুলি অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৫
১০.১ কাল্পনিক সংলাপ
১০.২ প্রতিবেদন রচনা
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে: ১০
১১.১ বিজ্ঞান ও কুসংস্কার
১১.২ পরিবেশ দূষণ ও তার প্রতিকার
১১.৩ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা
১১.৪ একটি গাছ একটি প্রাণ
১১.৫ বিশ্ব-উষ্ণায়ন
১১.৬ প্লাস্টিক দূষণ
FAQ Madhyamik Bangla Suggestion 2023
1) এবছর কী সম্পূর্ণ সিলেবাসের উপর প্রশ্ন হবে?
Ans. হ্যাঁ। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের উপর।
2) কোন গদ্য থেকে এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি?
Ans. নদের চাঁদ এবং অদল বদল গল্প থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি।
3) এবছর কোন পদ্য থেকে ৫ নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি?
Ans. সিন্ধুতীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান।
4) ‘হারিয়ে যাওয়া কালি কলম’ নাকি ‘বাংলা ভাষায় বিজ্ঞান’- কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
Ans. মাধ্যমিক পরীক্ষায় দুটি প্রবন্ধ থেকেই একটি করে বড় প্রশ্ন আসে। তাই যেকোনো একটা প্রবন্ধ থেকে বড় প্রশ্নের প্রস্তুতি নিলে পরীক্ষায় কমন পাওয়া যাবে।