বাঙালির কুস্তি- গোবর গুহের অবদান

বাঙালির ক্রীড়াসংস্কৃতি

প্রশ্ন- গোবর গুহের প্রকৃত নাম কী? ভারতীয় কুস্তিখেলার ইতিহাসে তাঁর অবদান আলোচনা কর।  ১+৪

উত্তর- গোবর গুহের প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ। 

পৃথিবীর প্রাচীনতম খেলাগুলির মধ্যে একটি হল কুস্তি বা মল্লযুদ্ধ। ৫০০০ বছর আগের শিলা ফলকে মল্লযুদ্ধের ছবি পাওয়া গিয়েছে। রামায়ণ, মহাভারতের যুগেও কুস্তি খেলার প্রচলন ছিল। মহাভারতের পরবর্তীকালে মল্লযুদ্ধের জন্য বিখ্যাত হয়েছিলেন সোরাব ও রুস্তম। আধুনিক ভারতে কুস্তির চর্চা শুরু হয় বরোদায়। বাংলার বুকে কুস্তি খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মুর্শিদাবাদের নবাব এবং মহারাজা নৃপেন্দ্রনারায়ণ। আর বিশ শতকে ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সন্মানের সঙ্গে উপস্থাপন করেন যিনি তাঁর নাম যতীন্দ্রচরণ গুহ বা গোবর গুহ। 

গোবর গুহ ১৮৯২ সালে কলকাতায় জন্মগ্রহন করেন। তাঁদের পরিবার শরীরচর্চার জন্য বিখ্যাত ছিল। গোবর গুহের পিতামহ অম্বুবাবুর আখড়াতে অনেক পালোয়ান আসত শরীরচর্চার জন্য। গোবর গুহ প্রথমে তাঁর পিতামহের কাছেই কুস্তিচর্চা শুরু করেন। পরে তাঁদের আখড়ার অন্যান্য পালোয়ানের কাছে তিনি অনুশীলন শুরু করেন। 

মাত্র আঠারো বছর বয়সে তিনি লন্ডনের বুল সোসাইটির একটি কুস্তি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। এরপর তিনি ১৯২১ সালে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ  জেতেন। ১৯২৯ সালে পার্ক সার্কাসে তিনি এবং গামা পালোয়ান ভারতীয় কুস্তির নানা মারপ্যাঁচ প্রদর্শন করেন। ১৯৪৪ সালে তিনি পেশাদার কুস্তি থেকে অবসর নেন। ভারতীয় কুস্তির রীতিতে তিনি রদ্দা, ধোবা প্রভৃতি অনেক নতুন প্যাঁচ  উদ্ভাবন করেন।

error: Content is protected !!