ক্রন্দনরতা জননীর পাশে
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “কেন ভালবাসা, কেন বা সমাজ/ কীসের মূল্যবোধ” —কেন একথা বলা হয়েছে।
উত্তর- মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের কয়েকটি স্লোগান লিপিবদ্ধ হয়েছে । কবিতার দ্বিতীয় স্তবকে একজন সহ নাগরিকের মৃত্যুতে অপর একজন নাগরিকের রাগ হওয়াটা কতটা স্বাভাবিক সেই কোথায় বলা হয়েছে । কবির ভাষায় এই রকম নিরপরাধ মৃত্যু দেখে যদি রাগ না হয় তাহলে “কেন ভালোবাসা, কেন বা সমাজ/ কীসের মূল্যবোধ?”
মানুষ সমাজবদ্ধ জীব। আরণ্যের জীবন নিরাপদ ছিলনা বলেই সেই সমাজ গড়ে তুলেছে আর রচনা করেছে সামাজিক অনুশাসন। সমাজবদ্ধ প্রতিটি মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কের জটিল জালে যুক্ত হয়ে আছে । এই সম্পর্ক কখনো রক্তের, কখনো সমজের, আবার কখনো সহ নাগরিকের সম্পর্ক। মানুষের হিংসা যদি এই পর্যায়ে পৌছায় যে একজন মানুষ অবলীলাক্রমে আর একজন মানুষকে হত্যা করতে পারে, তবে যেকোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরই রাগ হাওয়া উচিত। নিজের জীবনের নিরাপত্তার জন্যই মানুষ সমাজ গড়েছিল। সেখানেও সে যদি নিরাপদ না থাকে তাহলে সমাজ, ভালোবাসা অথবা মূল্যবোধের গুরুত্ব কোথায়। এই ভাবে কবি সামাজিক অত্যাচারের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে একজোট হয়ে মোকাবিলা করতে উদ্বুদ্ধ করেছেন।