পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
কবি- ব্রেটল্ট ব্রেখট
অনুবাদ- শঙ্খ ঘোষ
প্রশ্ন- “…সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্তিরা?”-রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? ১+৪ (২০১৫)
উত্তর- বের্টোল্ট ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে চীনের প্রাচীর নির্মাণের কথা বলা হয়েছে। রাজমিস্ত্রিরা চীনের প্রাচীর নির্মাণ করেছিল।
আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হল চীনের প্রাচীর। বিদেশি আক্রমন প্রতিরোধ করার উদ্দেশ্যে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইতিহাস বই থেকে আমরা জানতে পারি যে, প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এবং নির্মাণকার্য শেষ হয়েছিল সপ্তদশ শতকে, মিং শাসকদের আমলে। এটি বিশ্বের অন্যতম সেরা একটি স্থাপত্য।
কিন্তু কবি প্রশ্ন করেছেন- “চীনের প্রাচীর যখন শেষ হল/ সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” অর্থাৎ, কবি কিন্তু কোনো রাজাকে চীনের প্রাচীর নির্মাণের কৃতিত্ব দেননি, তিনি কৃতিত্ব দিয়েছেন রাজমিস্ত্রিদের।
চীনের প্রাচীর বহু শতাব্দি ধরে নির্মিত হয়েছিল। এই স্থাপত্যটি নির্মাণের ব্যাপারে চীনা রাজাদের অবশ্য একটা অবদান ছিল, সেটা হল অর্থের জোগান দেওয়া। যদিও এই অর্থ প্রজাদের কাছ থেকেই আসত, রাজস্ব হিসেবে জমা হত রাজকোষে। যাইহোক, প্রকৃত বিচারে চীনের প্রাচীর হল শত সহস্র শ্রমিক এবং রাজমিস্ত্রির মেহনতের ফল।