মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ

কে বাঁচায় কে বাঁচে

মাণিক বন্দ্যোপাধ্যায়

৬।মানিক বন্দ্যোপাধ্যায়ের  ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পে মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ কর ।

উত্তর- মানিক বন্দ্যোপাধ্যায়ের  ‘কে বাঁচাই কে বাঁচে’ গল্পে মৃত্যুঞ্জয় একজন শিক্ষিত চাকুরে যুবক। এই গল্পের প্রধান চরিত্র সে। একদিন অফিসে যাবার পথে একটি অনাহারে মৃত্যুর ঘটনা দেখেছিল সে। তার পর থেকে তার জীবনে আমূল পরিবর্তন আসে । গল্পটি পাঠ করে মৃত্যুঞ্জয় চরিত্রের যে দিক গুলি ফুটে ওঠে সেগুলি হল-

সংবেদনশীল– মৃত্যুঞ্জয় বেশিমাত্রায় সংবেদনশীল। অনাহারে মৃত্যুর ঘটনা দেখার পর তার মানসিক বিপর্যয় শুরু হয় । মনের মধ্যে হাজারটা প্রশ্ন উঠতে থাকে – ‘না খেয়ে মরা কী ও কেমন? কত কষ্ট হয় না খেয়ে মরতে ? কীরকম কষ্ট?’ মানসিক কষ্টের কারনে তার শরীরও আক্রান্ত হয়।

কে বাঁচায় কে বাঁচে

সহানুভূতিশীল – দুর্ভিক্ষ পীড়িত মানুষ গুলির জন্য মৃত্যুঞ্জয় অনেকখানি সহানুভূতিশীল। সে নিজে না খেয়ে সেই খাবার নিরন্ন্ মানুষদের মুখে তুলে দিয়েছে । নিজের সংসারের কথা না ভেবে সে মাইনের সমস্ত টাকাটা ত্রাণ তহবিলে দিয়েছে ।

বাকি অংশ পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!