কে বাঁচায় কে বাঁচে
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “নিখিল শুনে আর তার মুখ কালি হয়ে যায়”- কার কথা শুনে কেন নিখিলের মুখ কালি হয়ে যায়?
উত্তর- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পে মৃত্যুঞ্জয়ের সহকর্মী তথা শুভাকাঙ্খী বন্ধু নিখিলের মুখ কালি হয়ে গিয়েছিল টুনুর মায়ের কথা শুনে।
একদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় একটি অনাহারে মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করেছিল। এরপর মৃত্যুঞ্জয়ের মনোজগতে আমূল পরিবর্তন এসেছিল। অভুক্ত মানুষগুলোর জন্য তার দুঃখবোধ হয়, সহানুভূতি জাগে এবং এতিদন পর্যন্ত তাদের জন্য কিছু করেনি বলে অপরাধবোধে ভুগতে শুরু করে। এরপরই সে নিজেকে না খাইয়ে পরকে খাওয়ানোর সেবায় ব্রতী হয়। দিনের পর দিন অফিস কামাই করে সে নিরন্ন মানুষের ভিড়ে ঘুরে বেড়ায়।
বাকি অংশ পরের পাতায়।