কে বাঁচায় কে বাঁচে
মাণিক বন্দ্যোপাধ্যায়
৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচাই কে বাঁচে’ গল্পে নিখিলের চরিত্র বিশ্লেষণ কর।
উত্তর- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পে নিখিল হল মৃত্যুঞ্জয়ের অফিসের সমপদস্থ একজন সহকর্মী। গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় হলেও চারিত্রিক উৎকর্ষতায় নিখিল সমুজ্জল। নিখিল চরিত্রের প্রধান দিক গুলি হল-
বন্ধুবৎসল– নিখিল শুধুমাত্র মৃত্যুঞ্জয়ের সহকর্মী নয় একজন সুহৃদও। মৃত্যুঞ্জয়কে নিখিল ভালোভাবে বুঝত। মৃত্যুঞ্জয় যখন নিরন্ন মানুষদের খোঁজে ফুটপাতে ফুটপাতে ঘুরে বেড়াতে লাগল তখন নিখিলই তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। এমনকি অফিসে বলে মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা করে দিয়েছিল ।
বাস্তববোধ সম্পন্ন্ – নিখিল এক হৃদয়বান যুবক কিন্তু পুরপুরি আবেগ দ্বারা চালিত নয়। বাস্তববুদ্ধি দিয়ে সে বুঝেছিল যে সে বা মৃত্যুঞ্জয় তাদের যথাসাধ্য শক্তি দিয়ে রুখে দাঁড়ালেও সমস্ত নিরন্ন মানুষের মুখে অন্ন জোগাতে পারবে না। তার মতে ত্রাণকার্য মানে চোখের সামনে কাউকে মরতে না দিয়ে চোখের আড়ালের মানুষজনদের মরতে দেওয়া। কথা প্রসঙ্গে সে মৃত্যুঞ্জয়কে বলেছে যে, দশ জন মানুষ খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো অপরাধ। এই মানসিকতাই নিখিলকে মৃত্যুঞ্জয়ের বিপরীতে এনে দাঁড় করিয়েছে।
বাকি অংশ পরের পাতায়