অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থা

কে বাঁচায় কে বাঁচে

মাণিক বন্দ্যোপাধ্যায়

৩। অনাহারে মৃত্যু দেখার পরেই মৃত্যুঞ্জয়ের যে মানসিক অবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখ ।

উত্তর-  মানিক বন্দ্যোপাধ্যায়ের  ‘কে বাঁচাই কে বাঁচে’ গল্পটিতে একটি অনাহারে মৃত্যুর ঘটনা দেখে মৃত্যুঞ্জয়ের মনে যে প্রভাব ফেলেছিল লেখক তার স্পষ্ট বর্ণনা দিয়েছেন। শিক্ষিত, সাদাসিধে এবং সহানুভূতিশীল মৃত্যুঞ্জয় সেই প্রথম কোন অনাহারজনিত মৃত্যু দেখেছিল। যদিও সময়টা ছিল মন্বন্তরের কিন্তু এতদিন পর্যন্ত অনাহারে মৃত্যু দেখার দুর্ভাগ্যটা মৃত্যুঞ্জয়ের হয়নি। কারন তাঁর বাড়িটা যেখানে সেখানে কোনো ফুটপাথ নেই এবং ট্রাম থেকে নেমেই তার অফিস। তাই প্রথমবার এই নিদারুন মৃত্যু দেখে তাঁর মনে প্রশ্ন উঠেছিল, ‘কোনটা বেশি ভয়ঙ্কর- মৃত্যু নাকি ক্ষুধা?’

কে বাঁচায় কে বাঁচে

মৃত্যুঞ্জয় তার ক্ষুদ্র মস্তিষ্কে প্রয়োজনের চেয়ে বেশি চাপ নিয়েছিল বলেই তার শরীর জবাব দিয়েছিল। বাড়ি থেকে যা খেয়ে এসেছিল সব বমি করে দিয়েছিল।

বাকি অংশ পরের পাতায়

Pages: 1 2

error: Content is protected !!