কে বাঁচায় কে বাঁচে
মাণিক বন্দ্যোপাধ্যায়
২। “তুই পাগল নিখিল বদ্ধপাগল’ বলে মৃত্যুঞ্জয় উঠেগেল”- কোন প্রসঙ্গে মৃত্যুঞ্জয় এই কথা গুলি বলেছিল ।
উত্তর- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচাই কে বাঁচে’ গল্পে মৃত্যুঞ্জয় এবং নিখিল সহকর্মী ছিল কিন্তু সমমনোভাবাপন্ন ছিল না। অনাহারে মৃত্যুর দৃশ্য দেখার পর থেকে মৃত্যুঞ্জয়ের মনোজগতে যে পরিবর্তন এসেছিল নিখিল তাঁর সবটুকু মেনে নিতে পারেনি। মানুষকে অনাহারে মৃত্যুর হাত থেকে বাঁচতে মৃত্যুঞ্জয় নিজে না খেয়ে পরের মুখে অন্য জোগাতে চেয়েছে । বিপরীতভাবে নিখিলের বক্তব্য এই যে, যতক্ষণ সাধ্য থাকবে নিখিল নিজের বেঁচে থাকার জন্য খাদ্যটুকু অবশ্যই খাবে– যদি সারাদেশের লোক না খেয়ে মারা যায় তবুও।
বাকি অংশ পরের পাতায়