“ওটা  পাশবিক স্বার্থপরতা…

কিন্তু নিখিল বলেছিল যে, নিজের অন্ন সংস্থান করার ক্ষমতা যদি তার থাকে তবে সে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার অবশ্যই খাবে, তাতে যদি সারাদেশের মানুষ না খেতে পেয়ে মারা যায় তবুও সে নিজেকে না খাইয়ে মারবে না। এর যুক্তি হিসেবে নিখিল বলেছিল যে, সমাজনীতির খাতিরে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খায়িয়ে মারাটা আরো বেশি অপরাধ। নিখিলের এই ভাবনাটিকে মৃত্যুঞ্জয়ের ‘পাশবিক স্বার্থপরতা’ বলে মনে হয়েছে।

Pages: 1 2

error: Content is protected !!