কে বাঁচায় কে বাঁচে
মাণিক বন্দ্যোপাধ্যায়
১। ওটা পাশবিক স্বার্থপরতা – কোন বিষয় কে ‘পাশবিক স্বার্থপরতা’ বলা হয়েছে ।
উত্তর – মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পে মৃত্যুঞ্জয় আর নিখিল একে অপরের সহকর্মী ও বন্ধু। একদিন অফিস যাবার পথে একটি অনাহারে মৃত্যুর ঘটনা দেখে মৃত্যুঞ্জয়ের জীবনে আমূল পরিবর্তন এসেছিল। নিরন্ন মানুষের স্বার্থে কিছু করার কথা ভাবতে থাকে সে। নিখিলেরও ইচ্ছে নিরন্ন মানুষগুলোর জন্য কিছু করার। অফিসে বসেই দুজনের মধ্যে কথাবার্তা হয়। সেই সময় নিখিলের একটি কথার পরিপ্রেক্ষিতে মৃত্যুঞ্জয় এই কথাগুলি বলেছিল।
দুর্ভিক্ষের সময় হাজার হাজার মানুষ যখন অনাহারে মারা যায় তখন অতিভোজনটা অবশ্যই অন্যায়। তবে নিখিলের মতে, নিজেকে না খাইয়ে মারাটা আরো বেশী অন্যায়। মৃত্যুঞ্জয় নিজের খাবার বিলি করেও শান্তি পায়নি, মাইনের সমস্ত টাকাটা পর্যন্ত ত্রান তহবিলে দিয়ে দেয়। সে সপরিবারে না খেয়ে মরতে রাজী কিন্তু তবু দুর্ভিক্ষপীড়িত মানুষদের জন্য কিছু করবেই।
বাকি অংশ পরের পাতায়