কে বাঁচায় কে বাঁচে এমসিকিউ কে বাঁচায় কে বাঁচে এমসিকিউ টেস্ট কে বাঁচায় কে বাঁচে এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে’- (উঃ মাঃ ২০১৬) ফুটপাতের লোকগুলোর কথা স্বামীর কথা ছেলেমেয়েদের কথা সংসারের অভাবের কথা 2. “কে বাঁচায় কে বাঁচে” গল্পটি কার লেখা? মহাশ্বেতা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজ 3. ” মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন”– পরিচ্ছন্ন হয়েছে ছিড়ে গেছে অদৃশ্য হয়েছে নতুন হয়েছে 4. “ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না”- কার প্রয়োজন হয় না? নিখিলের মৃত্যুঞ্জয়ের টুনুর মায়ের টুনুর 5. নিখিল ক’টি সন্তানের পিতা? দুটি তিনটি চারটি পাঁচটি 6. যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ- (উঃ মাঃ ২০১৮) টাকার অভাবে লোকের অভাবে সদিচ্ছার অভাবে পরিকল্পনার অভাবে 7. মাইনে পাওয়ার পর নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়? দু’জায়গায় তিন জায়গায় চার জায়গায় কোথাও টাকা পাঠাতো না 8. টুনুর মা নিখিলকে কী অনুরােধ জানিয়েছিল? (উঃ মাঃ ২০১৮) একবেলার খাবার বিলিয়ে দিতে মাইনের অর্থ দান করতে নিখিলের খেয়াল রাখতে আর্থিক সাহায্য করতে 9. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল”- কারণ- (উঃ মাঃ ২০১৯) অফিসে কাজের প্রবল চাপ প্রচন্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল প্রথমবার অনাহারে মৃত্যু দেখে প্রবল আঘাত পেয়েছিল বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল 10. অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখলো? (উঃ মাঃ ২০১৭) ফুটপাতে মৃত্যু অনাহারে মৃত্যু পাগলের মৃত্যু বস্তিবাসীর মৃত্যু 11. মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি মাইনে পেত? চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা 12. “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু–“ আলসে প্রকৃতির চালাক প্রকৃতির সাহসী প্রকৃতির ভীরু প্রকৃতির 13. “মৃত্যুঞ্জয় একতাড়া নােট নিখিলের সামনে রাখল।”—টাকাটা (উঃ মাঃ ২০১৫) অফিসের সকলকে ভুরিভোজ করাবে নিখিলকে ধার দেবে নিখিলকে ঘুষ দেবে কোন রিলিফ ফান্ডে দেওয়ার জন্য 14. নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? (উঃ মাঃ ২০১৭) বই পড়ে আর একটা চিন্তাজগত গড়ে অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে সংসার ধর্ম পালন করে সমাজসেবা করে 15. কত বছর আগে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে? চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর 16. “মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের…….” (উঃ মাঃ ২০১৫) বমি হয় রাগ হয় ঘুম পায় শরীরে তার প্রতিক্রিয়া হয় 17. মৃত্যুঞ্জয় কত টাকা রিলিফ ফান্ডে দিয়েছিল? পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা সমস্ত মাইনেটা 18. মৃত্যুঞ্জয় নিখিলের মাধ্যমে রিলিফ ফান্ডে টাকা দিতে চেয়েছিল কারণ- সে ঠিকানা জানতো না সে বাড়িতে গোপন রাখতে চেয়েছিল সে পারতো না সে গেলে সমস্যায় পড়তো 19. কত বছর আগে নিখিলের বিয়ে হয়েছে? ছয় বছর আট বছর দশ বছর বারো বছর 20. মৃত্যুঞ্জয়ের পরিবারে সদস্যসংখ্যা কত? সাতজন আটজন ন’জন দশজন Loading … Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related