তাঁর আঁকা কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল- সাঁওতাল জননী ও শিশু, মাদলবাদনরত সাঁওতাল, নৃত্যরত সাঁওতাল মা ও শিশু, রাঁধা-কৃষ্ণ, যীশু প্রভৃতি।
সম্মান ও পুরষ্কার– শিল্পী হিসাবে যামিনী রায় জীবনে বহুবিধ সম্মান ও পুরষ্কার পেয়েছেন, তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল- পদ্মভূষণ (১৯৫৪), ললিত কলা একাডেমির ফেলোশিপ (১৯৫৫)।১৯৭৬ সালে ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ যামিনী রায়ের শিল্পকর্মগুলিকে ভারতের নবরত্নের (Nine Masters) একটি বলে ঘোষণা করে।