বাঙালীর বিজ্ঞানচর্চা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- জগদীশচন্দ্র বসুর অবদান।
উত্তর- জগদীশচন্দ্র বসু(১৮৫৮-১৯৩৭) ভারতের সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম একজন। পদার্থবিদ্যায় বিশেষ কৃতিত্বের সঙ্গে তিনি বি।এ। পাশ করেন। পরে বিলেতে যান ডাক্তারি পড়ার জন্য। ১৮৮৪ সালে তিনি বি এস সি ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। আরেকদিকে সমান ধারায় চলতে থাকে গবেষণার কাজ।
তাঁর প্রথম গবেষণার বিষয় ছিল বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ। দিনের পর দিন অনলস পরিশ্রমের মাধ্যমে তিনি গবেষণায় সাফল্য পেলেন। এমন একটি যন্ত্র তিনি আবিষ্কার করলেন যার সাহায্যে তারের মাধ্যম ছাড়াই এক স্থান থেকে আর এক স্থানে সঙ্কেত পাঠানো সম্ভব।আর এভাবেই বেতারের জন্ম হল। লন্ডন বিশ্ববিদ্যালয় তাঁকে এই গবেষণার জন্য ডি এসসি উপাধি প্রদান করে।
বাকি অংশ পরের পাতায়