উচ্চমাধ্যমিক ২০১৯ সংস্কৃত প্রশ্নপত্রঃ || HS Sanskrit Question Paper 2019
West Bengal Council of Higher Secondary Examination (WBCHSE) আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত প্রশ্নপত্র। এই পোস্টে ২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র এবং তার সঙ্গে শর্ট-এমসিকিউ প্রশ্নগুলির উত্তর দেওয়া হল।
HIGHER SECONDARY EXAMINATION 2019
Subject- Sanskrit
Time: 3 hrs. 15 min. FM: 80
HS Sanskrit Question Paper 2019
PART-A Marks: 54
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5×4 = 20
গদ্যাংশ (যে-কোনাে একটি)
(a) “असौ सपिद निकटवर्तिनं महीरूहम् आरूरोह” —মহীরুহ শব্দের অর্থ কী? কে, কেন মহীরুহে আরােহণ করল? মহীরুহে আরােহণ করে সে কী দেখল?
(b) আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন?
পদ্যাংশ (যে-কোনাে একটি)
(c) ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবরকন্যা – গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করাে।
(d) মিথ্যাচার কাকে বলা হয়েছে লেখাে।
নাট্যাংশ (যে-কোনাে একটি)
(e) ইন্দ্রবর্মা ও কৌমুদির কথােপকথন সংক্ষেপে লেখাে।
(f) ইন্দ্রবর্মা ও কনকলেখার কথােপকথন সংক্ষেপে বর্ণনা করাে।
সাহিত্যেতিহাস (যে-কোনাে একটি)
(g) প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখাে।
(h) মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টীকা লেখাে।
2. ভাবসম্প্রসারণ করাে (যে-কোনাে একটি) 4×1 =4
(a) स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः।
(b) तव चेन्मातः स्त्रोतः स्नातः पुनसिप जटरे सः अपि न जातः।
3. নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণ-সহ কারক- বিভক্তি নির্ণয় করাে (যে-কোনাে তিনটি): 1×3 = 3
(a) बालकः अंगने क्रिङति। উঃ কর্তায় প্রথমা।
(b) कृष्णाय स्वस्ति। উঃ স্বস্তি শব্দের যোগে ‘কৃষ্ণায়’ এই পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
(c) मूषিकः मार्जारात् बिभेति। উঃ ভয়ার্থে ‘মার্জারাত’ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে।
(d) गणेशाय मोदकः रोचते। উঃ রুচ্যর্থক ধাতুর যোগে ‘গণেশায়’ পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
4. বিগ্রহ-সহ সমাসের নাম লেখাে (যে-কোনাে দুটি): 2×2 = 4
(a) चक्रपाणि। উঃ চক্রং পাণৌ যস্য স- সমানাধিকরণ বহুব্রীহি সমাস।
(b) भीस्मजननी। উঃ ভীষ্মস্য জননী- ষষ্ঠী তৎপুরুষ।
(c) ग्रामन्तरम्। উঃ অন্য গ্রামম্- নিত্য সমাস।
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্দেশ করাে (যে-কোনাে দুটি): 1×2 = 2
(a) आहृयति-आहयते
(b) पुत्रीयति- पुत्रायते
(c) भुनक्ति-भुङ्ग्क्ते
6. এককথায় প্রকাশ করাে (যে-কোনাে তিনটি): 1×3= 3
(a) शिबः देबता अस्य উঃ শৈব।
(b) ज्ञातुम इच्छति উঃ
(c) अतिशयेन बलबान् উঃ
(d) जनानानं समूहः উঃ জনতা।
7. পরিনিষ্ঠিত রূপটি লেখাে (যে-কোনাে তিনটি): 1×3= 3
(a) नील+इमनिच् উঃ নীলিমা।
(b) राजन्+ङीप উঃ রাজ্ঞী।
(c) गुण+मतुप् উঃ গুণবান।
(d) कुन्ती+ढक् উঃ কৌন্তেয়।
৪. যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: 5×15
(a) ইন্দো-ইউরােপীয় ভাষাগােষ্ঠীর দশটি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় লেখাে।
(b) কেতুম্ ও সতম্ সম্পর্কে টীকা লেখাে।
9. সংস্কৃতে অনুবাদ করাে:
গােবিন্দমাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। তার ভাই নক্ষত্র রায়। তারা একদিন সকালে গােমতী নদীতে স্নান করেছিলেন। হঠাৎ তারা নদীর পাড়ে একটি বালিকাকে দেখতে পেলেন বালিকা তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল।
অথবা, এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। তার নাম ক্ষুদিরাম। তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়।
10. যে-কোনাে একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করাে:
(a) मम प्रियः कबि:
(b) मम देश:
(c) महाभारतम्
PART- B Marks: 26
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে। 1×15 = 15
গদ্যাংশ
(i) चीनांशुक কী?
(a) চীনদেশের অংশ
(b) চীনের প্রাচীর
(c) চীনদেশের বস্ত্র
(d) একজন রাজা।
(ii) কশ্যপের ভাই কে?
(a) অলিপর্বা
(b) কাশ্যপ
(c) ইন্দ্রদমন
(d) ইন্দ্রবর্মা।
(iii) আযাবর্তবর্ণনম-এর উৎস কী?
(a) নলচম্পূ
(b) যশস্তিলকচম্পু
(c) চম্পূরামায়ণ
(d) চম্পূভারতম্।
(iv) গণ্ডকোত্থানং কোথায় দেখা যায়?
(a) বৈয়াকরণদের মধ্যে
(b) জ্যোতিষ শাস্ত্রে
(c) সাংখ্য
(d) পার্বত্য ও বনময় ভূমি।
পদ্যাংশ
(v) কল্পলতা কাকে বলা হয়েছে?
(a) কামধেনু
(b) গঙ্গা
(c) সুরভি
(d) গীতা।
(vi) গঙ্গাস্তোত্রম কে লিখেছেন?
(a) শঙ্করাচার্য
(b) বেদব্যাস
(c) ত্রিবিক্রম ভট্ট
(d) শেকসপিয়র।
(vii) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন?
(a) সঞ্জয়
(b) কর্ণ
(c) বিদুর
(d) অর্জুন।
(viii) নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন?
(a) কৃষ্ণ
(b) অর্জুন
(c) বেদব্যাস
(d) জনক।
নাট্যাংশ
(ix) ইন্দ্রবর্মার প্রেমিকা কে?
(a) কৌমুদী
(b) কনকলেখা
(c) বসন্তসেনা
(d) চন্দ্রলেখা।
(x) কৌমুদীর পিতা কে?
(a) ইন্দ্রবর্মা
(b) ইন্দুবর্মা
(c) ইন্দ্ৰশৰ্মা
(d) ইন্দুশর্মা।
(xi) बिजयतामस्माकमबिनपः-কে বলেছেন?
(a) ইন্দ্রবর্মা
(b) ইন্দুবর্মা
(c) ইন্দ্ৰশর্মা
(d) ইন্দুশর্মা।
(xii) यथाज्ञापयति देव —কে বলেছেন?
(a) ইন্দুশর্মা
(b) ইন্দ্রবর্মা
(c) প্রমােদ
(d) মকরন্দ।
সাহিত্যেতিহাস
(xiii) মুদ্রারাক্ষস কে লিখেছেন?
(a) কালিদাস
(b) বিশাখদত্ত
(c) শূদ্রক
(d) জয়দেব।
(xiv) লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ?
(a) গণিত
(b) জ্যামিতি
(c) আয়ুর্বেদ
(d) নাটক।
(xv) এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি?
(a) কুমারসম্ভব
(b) মেঘদূত
(c) চারুদত্ত
(d) মালবিকাগ্নিমিত্র।
2. পূর্ণবাক্যে উত্তর দাও: 1×11 = 11
গদ্যাংশ (যে-কোনাে তিনটি)
(i) बिपिनं শব্দের অর্থ কী?
উঃ बिपिनं শব্দের অর্থ অরণ্য।
(ii) কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
উঃ কুলস্ত্রীদের সঙ্গে সূর্যদ্যূতির তুলনা করা হয়েছে।
(iii) ভূতবিকারবাদ কাদের?
উঃ ভূতবিকারবাদ সাংখ্য দার্শনিকদের।
(iv) उटज-এর অর্থ কী?
উঃ उटज-এর অর্থ কুড়েঘর।
পদ্যাংশ (যে-কোনাে তিনটি)
(v) ভগবদগীতার ক-টি অধ্যায়?
উঃ ভগবদগীতার আঠারোটি অধ্যায়।
(vi) গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত?
উঃ গঙ্গার জলের মহিমা নিগমে কীর্তিত।
(vii) কর্মেন্দ্রিয় কতগুলি?
উঃ কর্মেন্দ্রিয় পাঁচটি।
(viii) ‘বিধু’ কথার অর্থ কী?
উঃ ‘বিধু’ কথার অর্থ চাঁদ।
নাট্যাংশ (যে-কোনাে তিনটি)
(ix) उद्वाह- এর অর্থ কী?
উঃ उद्वाह- এর অর্থ বিবাহ।
(x) রাজার বিয়ের আর কতদিন বাকি?
উঃ রাজার বিয়ের আর চারদিন বাকি।
(xi) কৌমুদীর বাবার মনােনীত পাত্র কে?
উঃ কৌমুদীর বাবার মনােনীত পাত্র মকরন্দ।
(xii) ‘বাসন্তিকস্বপ্নম্’-এর অনুবাদকর্তা কে?
উঃ ‘বাসন্তিকস্বপ্নম্’-এর অনুবাদকর্তা গোবিন্দকৃষ্ণ মোদক।
সাহিত্যেতিহাস (যে-কোনাে দুটি)
(xiii) স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি?
উঃ স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটকটি মুদ্রারাক্ষস।
(xiv) গীতগােবিন্দ কারা রচনা?
উঃ গীতগােবিন্দ কবি জয়দেবের লেখা।
(xv) শূদ্রকের লেখা নাটকের নাম কী?
উঃ শূদ্রকের লেখা নাটকের নাম মৃচ্ছকটিক।