উচ্চমাধ্যমিক ২০১৭ সংস্কৃত প্রশ্নপত্রঃ || HS Sanskrit Question Paper 2017
West Bengal Council of Higher Secondary Examination (WBCHSE) আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত প্রশ্নপত্র। এই পোস্টে ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র এবং তার সঙ্গে শর্ট-এমসিকিউ প্রশ্নগুলির উত্তর দেওয়া হল।
HIGHER SECONDARY EXAMINATION 2017
Subject- Sanskrit
Time: 3 hrs. 15 min. FM: 80
PART-A Marks: 54
HS Sanskrit Question Paper 2017 With Short-MCQ Answers
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5×4 = 20
গদ্যাংশ (যে-কোনাে একটি)
(a) বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করাে।
(b) বনগতা গুহা গদ্যাংশে অলিপর্ব কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করাে।
পদ্যাংশ (যে-কোনাে একটি)
(c) “য যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরাে জনঃ” —তাৎপর্য লেখাে।
(d) গঙ্গাস্তোত্রম্-এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখাে।
নাট্যাংশ (যে-কোনাে একটি)
(e) বাসন্তিকস্বপ্নম্-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখাে।
(f) “বিজয়তামস্মাকমবনিপঃ” — উক্তিটি কার? অবনিপঃ কে? বক্তা তার কাছে কেন এসেছিলেন?
সাহিত্যেতিহাস (যে-কোনাে একটি)
(g) প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখাে।
(h) জয়দেব ও গীতগােবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখাে।
2. ভাবসম্প্রসারণ করে (যে-কোনাে একটি): 4×1 = 4
(a) ‘ন কর্মণামনারম্ভানৈষ্কর্মাং পুরুষােহশ্নুতে’।
(b) কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্।
ইন্দ্রিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে।
3. নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করাে (যে-কোনাে তিনটি) 1×3 = 3
(a) বালকঃ সর্পাৎ বিভেতি।
(b) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।
(c) মুক্তয়ে হরিং ভজতি।
(d) বালিকয়া পুষ্পং দৃশ্যতে।
4. বিগ্রহসহ সমাসের নাম লেখাে (যে-কোনাে দুটি): 2×2 = 4
(a) সিংহভয়ম্
(b) ত্রিভুবনম্
(c) উপকৃষ্ণম্
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করাে (যে-কোনাে দুটি): 1×2 = 2
(a) শূদ্রা— শূদ্ৰী
(b) যবনী — যবনানী
(c) আচার্যা — আচাৰ্যানী
6. এককথায় প্রকাশ করো (যে-কোনাে তিনটি): 1×3 = 3
(a) জনানাং সমুহঃ উঃ জনতা।
(b) ইন্দ্ৰঃ দেবতা অস্য (মূলপ্রাতিপদিকম্) উঃ ঐন্দ্রঃ।
(c) নদী মাতা যস্য সঃ (মূলপ্রাতিপদিকম্) উঃ নদীমাতৃক।
(d) কর্তুম্ ইচ্ছতি উঃ চিকীর্ষতি।
7. পরিনিষ্ঠিত রূপটি লেখাে (যে-কোনাে তিনটি): 1×3 = 3
(a) বহ্ + তুমুন্ উঃ বোঢুম্।
(b) কুন্তী + ঢক্ (মূলপ্রাতিপদিক) উঃ কৌন্তেয়।
(c) ভূ + ক্ত্বাচ্ উঃ ভূত্বা।
(d) কৃ + শতৃ (মূলপ্রাতিপদিকম) উঃ কুর্বৎ।
৪. যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: 5×1 = 5
(a) কেতুম ও সতম্ সম্পর্কে লেখাে।
(b) ইউরােপীয় ভাষাগােষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও।
9. সংস্কৃতে অনুবাদ করাে। 5
একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্ট ফল খেত। নদীতে একটি কুমির থাকত। বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হল।।তারা প্রতিদিন গল্প করত।
অথবা, এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌছল। সেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজর্মে। সে একটি ঢাক দেখতে পেল।
10. যে-কোনাে একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করাে। 5
(a) মম গ্রামঃ
(b) মম দেশঃ
(c) মম জীবনে স্মরণীয়ং দিনম্
PART-B Marks: 26
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে: 1×15 = 15
গদ্যাংশ
(i) সাম কী?
(a) সাহিত্য (b) উপন্যাস। (c) দর্শন (d) বেদ।
উঃ (d) বেদ।
(i) আর্যাবর্তবর্ণনম্ গদ্যাংশটি নলচম্পূর কোন্ উচ্ছ্বাসের অন্তর্গত?
(a) প্রথম (b) তৃতীয় (c) চতুর্থ (d) ষষ্ঠ।
উঃ (a) প্রথম।
(iii) অলিপৰ্বার ভাইয়ের নাম কী?
(a) শনিপর্বা (b) কশ্যপ (c) মহাপর্বা (d) নল।
উঃ (b) কশ্যপ।
(iv) “সমানঃ সেব্যতয়া নাকলােকস্য” — ‘নাকলােক’ শব্দের অর্থ কী?
(a) নরক
(b) নাসিকা
(c) স্বর্গ
(d) এদের কোনােটিই নয়। উঃ (c) স্বর্গ।
পদ্যাংশ
(v) কল্পলতা কাকে বলা হয়েছে?
(a) কামধেনু
(b) গঙ্গা
(c) সুরভি
(d) এদের কোনােটিই নয়। উঃ (b) গঙ্গা।
(vi) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়?
(a) সত্ত্বগুণ
(b) রজোগুণ
(c) তমােগুণ
(d) সত্ত্ব ও রজঃ। উঃ (b) রজোগুণ।
(vii) “অথ কেন প্রযুক্তোহয়ং পাপমাচরতি পুরুষঃ” — কে, কাকে বলেছেন?
(a) কৃষ্ণ অর্জুনকে
(b) অর্জুন কৃষ্ণকে
(c) শঙ্করাচার্য গঙ্গাকে
(d) এদের কোনােটিই নয়। উঃ (b) অর্জুন কৃষ্ণকে।
(viii) ‘শঙ্করমৌলিবিহারিণি’ — কোন্ বিভক্তি?
(a) প্রথমা
(b) দ্বিতীয়া
(c) সপ্তমী
(d) সম্বােধন। উঃ (d) সম্বােধন।
নাট্যাংশ
(ix) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন?
(a) প্রমােদ
(b) মকরন্দ
(c) বসন্ত
(d) ইন্দুশর্মা। উঃ (c) বসন্ত।
(x) নাটকের শেষে নেপথ্যে কী শােনা গিয়েছিল?
(a) ঘণ্টাধ্বনি
(b) হর্ষধ্বনি
(c) বংশীধ্বনি
(d) মৃদঙ্গধ্বনি। উঃ (d) মৃদঙ্গধ্বনি।
(xi) রাজার নাম কী?
(a) ইন্দুশর্মা
(b) ইন্দুবর্মা
(c) ইন্দুকর্মা
(d) এদের কোনােটিই নয়। উঃ (d) এদের কোনােটিই নয়।
(xi) বাসন্তিকস্বপ্নম্— অনুবাদটি কার?
(a) গােবিন্দকৃষ্ণ মােদক-এর
(b) শঙ্করাচার্য-এর
(c) বিদ্যাসাগর-এর
(d) কৃষ্ণমাচার্য্য-এর। উঃ(d) কৃষ্ণমাচার্য্য-এর।
সাহিত্যেতিহাস
(xiii) মেঘদূত কে লিখেছেন?
(a) কালিদাস
(b) জয়দেব
(c) শূদ্রক
(d) বিশাখদত্ত। উঃ (a) কালিদাস।
(xiv) ‘মৃচ্ছকটিকম্’ কে লিখেছিলেন?
(a) কালিদাস
(b) জয়দেব
(c) শূদ্রক
(d) বিশাখদত্ত। উঃ (c) শূদ্রক।
(xv) স্বপ্নবাসবদত্তম্ কার রচনা?
(a) কালিদাস
(b) বিশাখদত্ত
(c) শূদ্রক
(d) ভাস। উঃ (d) ভাস।
2. পূর্ণবাক্যে উত্তর দাও: 1×11 = 11
গদ্যাংশ (যে-কোনাে তিনটি)
(i) আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল?
উত্তরঃ আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা ছিল গুরুকুলকেন্দ্রিক।
(ii) স্ফোট কারা স্বীকার করেন?
উত্তরঃ বৈয়াকরণরা স্ফোট স্বীকার করেন।
(iii) অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল?
উত্তরঃ অলিপর্বার গণনা অনুসারে চল্লিশজন চোর ছিল।
(iv) অলিপবার ক-টি গাধা?
উত্তরঃ অলিপবার তিনটি গাধা।
পদ্যাংশ (যে-কোনাে তিনটি)
(v) নিষ্কাম কর্মের দ্বারা মােক্ষ লাভ করেছেন এমন কারও নাম পাঠ্যাংশ অনুসারে বল।
উত্তরঃ নিষ্কাম কর্মের দ্বারা মােক্ষ লাভ করেছেন জনক।
(vi) গঙ্গাজলের মহিমা কোথায় বর্ণিত?
উত্তরঃ বেদাদি শাস্ত্রে গঙ্গাজলের মহিমা বর্ণিত।
(vii) শ্রীমদ্ভাগবদ্গীতায় কতগুলি অধ্যায়?
উত্তরঃ শ্রীমদ্ভাগবদ্গীতায় আঠারোটি অধ্যায়।
(viii) ‘শ্বপচঃ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘শ্বপচঃ’ শব্দের অর্থ চন্ডাল।
নাট্যাংশ (যে-কোনাে তিনটি)
(ix) “জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ”- কার উক্তি?
উত্তরঃ “জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ”-এটি রাজা ইন্দ্রবর্মার উক্তি।
(x) ‘বৈবস্বতনগর’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘বৈবস্বতনগর’ শব্দের অর্থ যমের নগর।
(xi) রাজা কী নিয়ে উদবিগ্ন ছিলেন?
উত্তরঃ রাজা তার আসন্ন বিবাহ নিয়ে উদবিগ্ন ছিলেন।
(xii) রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা?
উত্তরঃ রাজার সঙ্গে কনকলেখার বিবাহ হওয়ার কথা।
সাহিত্যেতিহাস (যে-কোনাে দুটি)
(xiii) একটি সংস্কৃত বিয়ােগান্তক নাটকের নাম লেখাে।
উত্তরঃ ভাসের লেখা ‘ঊরুভঙ্গম্’ একটি বিয়োগান্তক নাটক।
(xiv) ভাস ক-টি নাটক লিখেছেন?
উত্তরঃ ভাস তেরোটি নাটক লিখেছেন।
(xv) আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?
উত্তরঃ আর্যভট্ট জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট।