HS Sanskrit Question Paper 2015 || উচ্চমাধ্যমিক ২০১৫ সংস্কৃত প্রশ্ন

উচ্চমাধ্যমিক ২০১৫ সংস্কৃত প্রশ্নপত্রঃ || HS Sanskrit Question Paper 2015

West Bengal Council of Higher Secondary Examination (WBCHSE) আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত প্রশ্নপত্র। এই পোস্টে ২০১৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র এবং তার সঙ্গে শর্ট-এমসিকিউ প্রশ্নগুলির উত্তর দেওয়া হল।

HIGHER SECONDARY EXAMINATION 2015
Subject- Sanskrit

Time: 3 hrs. 15 min. FM: 80

HS Sanskrit Question paper 2015
HS Sanskrit Question Paper 2015

PART-A Marks: 54

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5×4 = 20
গদ্যাংশ (যে-কোনাে একটি)

(a) আর্যাবর্তের বর্ণনা দাও।
(b) ‘বনগতা গুহা’ গদ্যাংশটির সারমর্ম নিজের ভাষায় লেখাে।

পদ্যাংশ (যে-কোনাে একটি)

(c) স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ -তাৎপর্য বর্ণনা করাে।
(d) গঙ্গাস্তোত্রম্-এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখাে।

নাট্যাংশ (যে-কোনাে একটি)

(e) ‘বাসন্তিকস্বপ্নম্’ নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথােপকথন নিজের ভাষায় বর্ণনা করাে।
(i) ‘বাসন্তিকস্বপ্নম্’ -এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখাে।

সাহিত্যেতিহাস (যে-কোনাে একটি)

(g) সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করাে।
(h) আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করাে।

2. ভাবসম্প্রসারণ করাে (যে-কোনাে একটি): 4×1 = 4

(a) দেশঃ পুণ্যতমােদ্দেশঃ ক্যাসৌ ন প্রিয়াে ভবেৎ।
যুক্তোহনুক্রোশসম্পন্নৈৰ্যো জনৈরিব যােজনৈঃ।।

(b) অসক্তো হ্যাচর কর্ম পরমাপ্লোতি পুরুষঃ।

3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করা (যে-কোনাে তিনটি): 1×3 = 3
(a) সপাৎ বিভেতি বালকঃ।
(b) স প্রাসাদাৎ প্রেক্ষতে।
(c) ইদং জগৎ কৃয়স্য কৃতিঃ
(d) ভিক্ষুক পাদেন খঞ্জঃ।

4 ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখাে (যে-কোনাে দুটি): 2×2 = 4

(a) যথাশক্তি
(b) রাজপুত্রঃ
(c) পদকমল

5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্দেশ করাে (যে-কোনাে দুটি): 1×2 = 2

(a) উদকীয়তি-উদন্যতি
(b) বাক্য-বাচ্য
(c) গিরিশ-গিরীশঃ

6. এককথায় প্রকাশ করাে (যে-কোনাে তিনটি): 1×3 = 3

(a) নদী মাতা যস্য সঃ উত্তরঃ নদীমাতৃক।
(b) জেতুম্ ইচ্ছতি উত্তরঃ জিগীষতি।
(c) জনানাং সমূহঃ উত্তরঃ জনতা।
(d) শব্দং করােতি উত্তরঃ শব্দায়তে।

7. পরিনিষ্ঠিত রূপটি লেখাে (যে-কোনাে তিনটি): 1×3 = 3

(a) লঘু + ঈয়সুন্ উত্তরঃ লঘীয়স্।
(b) পৃথা + অণ্ উত্তরঃ পার্থঃ।
(C) লক্ষ্মী + মতুপ্ উত্তরঃ লক্ষ্মীবান্।
(d) গঙ্গা + ঢক্ উত্তরঃ গাঙে্গয়ঃ।

৪. যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: 5×1 = 5

(ক) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জান লেখাে।
(খ) কেতুম ও সতম সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করাে।

9. সংস্কৃতে অনুবাদ করাে: 5

এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার দুই সন্তান ছিল। সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করত। এজন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করত।

অথবা, প্রায় একশাে পঞ্চাশ বছর আগে কলকাতার সিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করে। তাঁর পিতা শ্রী বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন। একদিন তার গান শুনে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। পরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃয়ের সান্নিধ্যে আসেন এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন।

10. যে-কোনাে একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করাে: 5

(৪) পরিবেশদূষণম্
(b) শারদোৎসবঃ
(c) মম প্রিয়ঃ কবিঃ

PART-B Marks: 26

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে: 1×15 = 15

গদ্যাংশ

(i) অলিপর্বা কোথায় বাস করত?
(a) আরবপুরে
(b) পারসিকপুরে
(c) আর্যাবর্তপুরে
(d) মহানাদপুরে। উঃ (b) পারসিকপুরে।

(ii) অলিপর্বার ভ্রাতার নাম কী?
(a) স্কন্দাজ
(b) কুরকর্মা
(c) রাসভ
(d) কশ্যপ। উঃ (d) কশ্যপ।

(iii) নলচম্পু -এর রচনাকার কে?
(a) ত্রিবিক্ৰমভট্ট
(b) গাগাভট্ট
(c) কালিদাস
(d) শঙ্করাচার্য। উঃ (a) ত্রিবিক্ৰমভট্ট।

(iv) স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে?
(a) সাংখ্য
(b) জ্যোতিঃশাস্ত্রী
(b) বৈয়াকরণ
(d) আর্যাবর্ত। উঃ (b) বৈয়াকরণ।

পদ্যাংশ

(v) ‘মুনিবরকন্যে’ — এখানে মুনিবর কে?
(a) জহ্নু
(b) কশ্যপ
(c) বিশ্বামিত্র
(d) নারদ। উঃ (a) জহ্নু।

(vi) ‘শঙ্করমৌলিবিহারিণি’- পদটি কোন বিভক্তিতে আছে?
(a) সপ্তমীতে
(b) দ্বিতীয়ায়
(c) সম্বােধনে
(d) প্রথমায়। উঃ (c) সম্বােধনে।

(vii) নিষ্কাম কর্মের দ্বারা কে মােক্ষলাভ করেছেন?
(a) বেদব্যাস
(b) জনক
(c) রামচন্দ্র
(d) শুকদেব। উঃ (b) জনক।

(viii) “কর্মযােগ” ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে?
(a) অষ্টাদশ অধ্যায়ে
(b) দ্বিতীয় অধ্যায়ে
(c) চতুর্থ অধ্যায়ে
(d) তৃতীয় অধ্যায়ে। উঃ (d) তৃতীয় অধ্যায়ে।

নাট্যাংশ

(ix) ‘কুহুঃ’ শব্দের অর্থ কী?
(a) রাত্রি
(b) অমাবস্যা
(c) পূর্ণিমা
(d) জ্যোৎস্না। উঃ (b) অমাবস্যা।

(x) ‘সাধয়ামঃ’ শব্দের প্রতিশব্দ হল
(a) গচ্ছামঃ
(b) তিষ্ঠামঃ
(c) বদামঃ
(d) ক্রীড়ামঃ। উঃ (a) গচ্ছামঃ।

(xi) বাসন্তিকস্বপ্নম-এর রাজার নাম কী?
(a) ইন্দুবর্মা
(b) ইন্দ্রশর্মা
(c) ইন্দুশর্মা
(d) ইন্দ্রবর্মা। উঃ (d) ইন্দ্রবর্মা।

(xii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন?
(a) প্রমােদকে
(b) মকরন্দকে
(c) বসন্তকে
(d) ইন্দুশর্মাকে। উঃ (c) বসন্তকে।

সাহিত্যেতিহাস

(xiii) ‘চরকসংহিতা’ গ্রন্থের বর্ণনীয় বিষয় কী?
(a) জ্যোতির্বিজ্ঞান
(b) ইতিহাস
(c) চিকিৎসাবিজ্ঞান
(d) নাট্যশাস্ত্র। উঃ (c) চিকিৎসাবিজ্ঞান।

(xiv) মেঘদূতৃ কোন্ ছন্দে রচিত?
(a) মন্দাক্রান্তা
(b) বসন্ততিলক
(c) ইন্দ্ৰবজ্রা
(d) এদের কোনােটিই নয়। উঃ (a) মন্দাক্রান্তা।

(xv) ‘মৃচ্ছকটিকম্’ কী ধরনের রচনা?
(a) কাব্য
(b) গল্প
(c) নাটক
(d) প্রকরণ। উঃ (d) প্রকরণ।

2. পূর্ণবাক্যে উত্তর দাও: 1×11 = 11

গদ্যাংশ (যে-কোনাে তিনটি)

(i) চম্পুকাব্য বলতে কী বােঝাে?
উত্তরঃ পদ্য এবং গদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে বলা হয় চম্পুকাব্য।

(ii) নলচম্পু ছাড়া অন্য যে-কোনাে একটি চম্পুকাব্যের নাম লেখাে।
উত্তরঃ নলচম্পু ছাড়া অন্য একটি চম্পুকাব্যের নাম হল যশস্তিলকচম্পু।

(iii) আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন?
উত্তরঃ আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন শ্রীগোবিন্দকৃষ্ণ মোদক।

(iv) অলিপর্ব কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত?
উত্তরঃ অলিপর্ব তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত।

পদ্যাংশ (যে-কোনাে তিনটি)

(v) গঙ্গাস্তোত্রের রচয়িতা কে?
উত্তরঃ গঙ্গাস্তোত্রের রচয়িতা শংকরাচার্য্য।

(vi) ভগবদগীতায় মােট কটি শ্লোক আছে?
উত্তরঃ ভগবদগীতায় মােট ৭০০টি শ্লোক আছে।

(vii) ভগবদ্গীতার উপদেশ কে, কার উদ্দেশ্যে করেছেন?
উত্তরঃ ভগবদ্গীতার উপদেশগুলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন।

(viii) কর্মেন্দ্রিয় ক-টি ও কী কী?
উত্তরঃ কর্মেন্দ্রিয় পাঁচটি। সেগুলি হল- বাক্, পাণি, পাদ, পায়ু ও উপস্থ।

নাট্যাংশ (যে-কোনাে তিনটি)

(ix) বাসন্তিকস্বপ্নম্-এর মূল ইংরেজি নাটকটির নাম কী?
উত্তরঃ বাসন্তিকস্বপ্নম্-এর মূল ইংরেজি নাটকটির নাম হল A Midsummer Night’s Dream (এ মিডসামের নাইটস ড্রিম)।

(x) ‘দীয়তাং দয়ার্দ্রং চিত্তম্’- কে, কাকে বলেছেন?
উত্তরঃ এই কথাটি ইন্দুশর্মা বলেছেন রাজা ইন্দ্রবর্মাকে।

(xi) পিতার পছন্দের পাত্রকে বিবাহ না-করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে?
উত্তরঃ পিতার পছন্দের পাত্রকে বিবাহ না-করলে কৌমুদীকে হয় মৃত্যুদণ্ড বরণ করতে হবে, নাহয় সারাজীবন কৌমার্য অবলম্বন করতে হবে।

(xii) রাজার বাগদত্তার নাম কী?
উত্তরঃ রাজার বাগদত্তার নামক কনকলেখা।

সাহিত্যেতিহাস (যে-কোনাে দুটি)

(xiii) বরাহমিহির রচিত যে-কোনাে একটি গ্রন্থের নাম লেখাে।
উত্তরঃ বরাহমিহির রচিত একটি গ্রন্থ হল বৃহৎসংহিতা।

(xv) আয়ুর্বেদের উৎস কোন বেদ?
উত্তরঃ আয়ুর্বেদের উৎস হল ঋগ্বেদ।

(xv) স্বপ্নবাসবদত্তম্ কার লেখা?
উত্তরঃ স্বপ্নবাসবদত্তম্ নাটকটি ভাসের লেখা।

Previous Years HS Sanskrit Question Papers || বিগত বছরের উঃমাঃ সংস্কৃত প্রশ্নপত্র

error: Content is protected !!