উচ্চমাধ্যমিক রচনা ২০১৯

৮.৪ প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধরচনা করাে :

সত্যজিৎ রায়

জন্ম: ২ মে, ১৯২১। কলকাতা।

পিতা: বিশিষ্ট শিশুসাহিত্যিক সুকুমার রায়।

মাতা: সুপ্রভা রায়।

পারিবারিক ঐতিহ্য : ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক উপেন্দ্রকিশাের রায়চৌধুরি তার পিতামহ। নিকট আত্মীয়- লীলা মজুমদার।

শিক্ষাজীবন: বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল।প্রেসিডেন্সি
কলেজ থেকে স্নাতক। বিশ্বভারতীর
(শান্তিনিকেতন) কলাভবনে শিল্প বিষয়ে পাঠগ্রহণ।

কর্মজীবন: প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় যােগদান। পুস্তকের প্রচ্ছদ অঙ্কনে নব্য ধারার প্রবর্তন।

বাংলা চলচ্চিত্রে অবদান: পথের পাঁচালী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ। বিশিষ্ট ছবি- অপরাজিতা, চারুলতা, জলসাঘর। ছােটোদের সিনেমা ও অন্যান্য বহু ছবি।

সাহিত্যকর্ম: ফেলুদার কাহিনি, প্রােফেসর শঙ্কুর কাহিনি এবং অজস্র ছোটোগল্প, প্রবন্ধ।

পুরস্কার: বিভিন্ন স্তরের জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে, লিজিয়ন অফ অনার এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৃত্যু: ২৩ শে এপ্রিল, ১৯৯২

Pages: 1 2 3

error: Content is protected !!